ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিততে হলে বাংলাদেশকে মেলাতে হবে কঠিন সমীকরণ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৮ ১৯:৩৩:৪১
সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিততে হলে বাংলাদেশকে মেলাতে হবে কঠিন সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন কঠিন সমীকরণ মেলাতে হবে। আগামীকাল (২৯ আগস্ট) বিকেল ৩টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের কিশোরীরা। ম্যাচটি তাদের জন্য একপ্রকার "ডু অর ডাই"।

টুর্নামেন্টে বর্তমান অবস্থা

চার ম্যাচ শেষে ভারত ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তারা প্রতিপক্ষের জালে ২২ গোল করেছে এবং এখনো কোনো গোল হজম করেনি, ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে +২২। বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তারা ১০ গোল করেছে এবং ৪টি হজম করেছে, গোল ব্যবধান +৬। অন্যদিকে নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট এবং ভুটান এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

বাংলাদেশের শিরোপা স্বপ্ন

বাংলাদেশকে শিরোপার দৌড়ে থাকতে হলে তাদের শেষ দুটি ম্যাচে (ভুটান ও ভারতের বিপক্ষে) জিততেই হবে। এতে তাদের সংগ্রহ দাঁড়াবে ১৫ পয়েন্টে। অন্যদিকে ভারতও যদি নেপালের বিপক্ষে জয় পায়, তারাও ১৫ পয়েন্টে পৌঁছাবে।

এমন পরিস্থিতিতে নিয়মানুযায়ী গোল ব্যবধান নয়, বরং মুখোমুখি লড়াই বিবেচনা করা হবে। যদি তাতেও সমতা থাকে, সরাসরি টাইব্রেকারে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। তবে প্রথম লিগে ভারত বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ায় লাল-সবুজদের জন্য সমীকরণ এখনো জটিল। অর্থাৎ, বাংলাদেশকে শুধু নিজেদের ম্যাচ জেতাই নয়, ভারতের বিপক্ষে দ্বিতীয় লিগে মাঠের লড়াই জিততেও হবে।

সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাস

গতকাল (২৮ আগস্ট) নিজেদের চতুর্থ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল করেছেন অর্পিতা বিশ্বাস, আলপি আক্তার, সুরভি আখি প্রীতি ও থুইনামার। এই জয় দলকে আত্মবিশ্বাসী করেছে ভুটান ম্যাচের আগে।

সরাসরি দেখার উপায়

আগামীকাল বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ সরাসরি দেখা যাবে দুটি মাধ্যমে—

Sportzworkz ইউটিউব চ্যানেল (হ্যাক হওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছে)

South Asian Football Federation (SAFF) ইউটিউব চ্যানেল

বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচ।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ