ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

অনলাইনে ভোট হলেও সাকিব-মাশরাফী অংশগ্রহন করতে পারবেন না

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৮ ১৯:০৩:৪০
অনলাইনে ভোট হলেও সাকিব-মাশরাফী অংশগ্রহন করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগ পর আবারও জমজমাট হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নির্বাচন। আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। তবে অনলাইন ভোটের সুযোগ থাকলেও বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা—সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা—এবার ভোট দিতে পারছেন না।

কারণ একটাই—কোয়াবের নতুন নির্বাচনে অংশ নিতে সদস্যপদ নবায়ন করতে হতো, কিন্তু সেটি তারা করেননি। ক্রিকেটের মাঠে দীর্ঘদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এ দুই অধিনায়কের এমন অনুপস্থিতি ভোটে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

খেলোয়াড়রা সিলেট থেকে উড়ে আসবেন ঢাকায়

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ৪ সেপ্টেম্বর জাতীয় দল থাকবে সিলেটে। তবু ভোট থেকে বঞ্চিত হবেন না তারা। নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, ক্রিকেটারদের সময় মাথায় রেখেই ভোটের দিন ঠিক করা হয়েছে। তাই সেদিন সকালে সিলেট থেকে ঢাকায় ফ্লাইট ধরবেন ক্রিকেটাররা, দুপুরের মধ্যেই পৌঁছে বিকেলে ভোট দেবেন।

বিদেশে থাকা ক্রিকেটারদের জন্য অনলাইন ব্যবস্থা

যারা দেশে থাকবেন না, তাদের জন্য রাখা হয়েছে অনলাইনে ভোট দেওয়ার সুবিধা। বিশেষ করে ইংল্যান্ডে থাকা অনূর্ধ্ব–১৯ দলের সদস্য ও ম্যানেজমেন্ট কিংবা রাজশাহীতে হাই পারফরম্যান্স ইউনিটে থাকা ক্রিকেটাররা সেই সুযোগে ভোট দিতে পারবেন।

নতুনভাবে সাজানো হচ্ছে কোয়াব

ক্রিকেটারদের স্বার্থরক্ষায় কাজ করা সংগঠন কোয়াবকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরোনো কমিটি স্থগিত করে ৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। তাদেরই দায়িত্বে এবার অনুষ্ঠিত হচ্ছে কোয়াবের নির্বাচন। বর্তমান ১৩ সদস্যের অ্যাডহক কমিটির মূল কাজ হচ্ছে নির্বাচন আয়োজন, আর কমিশনার হিসেবে দায়িত্বে আছেন ইফতেখার রহমান মিঠু।

একদিকে জাতীয় দলের খেলোয়াড়দের ব্যস্ত সূচি, অন্যদিকে সাকিব-মাশরাফীর অনুপস্থিতি—সব মিলিয়ে এবারের কোয়াব নির্বাচন ক্রিকেট মহলে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ