ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নাহিদার বোলিং তোপে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৫ ১৮:১২:৪৯
নাহিদার বোলিং তোপে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। এই ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ম্যারি-আন্নে মুসন্দার দল। ২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

এই ম্যাচে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন কেবল শারনে মায়ার্স। ৬১ বলে গড়া তার ৩৯ রানের ইনিংস দলকে আরো অল্প রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে। জিম্বাবুয়ের ছয়জন ব্যাটার কোনো রানই করতে পারেননি।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার একাই পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট পান।

রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ৪৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নিগার ১২ ও নুজহাত তাসনিয়া ১০ রান করেন। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাঘিনীরা।

সংক্ষিপ্ত স্কোর

টস: জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে: ৭২/১০ (২৭.২ ওভার)

মায়ার্স ৩৯, অ্যাশলে ৯

নাহিদা ২১/৫, রুমানা ৭/২, তৃষ্ণা ১৭/২

বাংলাদেশ: ৭৪/৩ (১৮.২ ওভার)

মুর্শিদা ৩৯*, নিগার ১২

ইশথার ১২/১

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

সিরিজ: বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়ী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ