ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

জানা গেল আইপিএল চলাকালীন জ্ঞান হারানো সঞ্চালক হিউ এডমিডেস সর্বশেষ অবস্থা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১২ ১৫:৪১:১৪
জানা গেল আইপিএল চলাকালীন জ্ঞান হারানো সঞ্চালক হিউ এডমিডেস সর্বশেষ অবস্থা

আইপিএলের মেগা নিলাম থেকে তাদের গড় অনুযায়ী পুরো দল গঠন করা হবে। এখানে তারকা ক্রিকেটারদের নিলাম চলবে এটা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও এবারের নিলামে চমক দেখাতে পারে কিছু অজানা তারকা চমকে দিতে পারেন।

আইপিএল নিলাম চলাকালীন জ্ঞান হারালেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎ করেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি।

আইপিএল নিলাম চলাকালীন জ্ঞান হারালেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান তিনি। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছে তাঁর। সেই অবস্থাতেই জ্ঞান হারান হিউ।

সূত্রের খবর, হিউ সুস্থ আছেন। কিছু ক্ষণের মধ্যেই নিলাম শুরু হতে পারে। আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ। ২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথম বার সেটাই তাঁর আইপিএল নিলাম।

চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন তিনিও। প্রথম বার দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ