আইপিএল মেগা নিলাম: শেষ হলো বিরাটের নিলাম, দেখেনিন সর্বশেষ অবস্থা

যদিও নিলামে দল পেয়েছে ভারতের অনুর্ধ ১৯ দলের বেশ কিছু ক্রিকেটার। এবারের নিলামের সর্বশেষ তথ্য অনুযায়ী তারকা ক্রিকেটাররা না পারলেও চমক দেখাতে পেরেছে কিছু অজানা ক্রিকেটার। এদিকে আজ রবিবার দুপুর ১২টায় শুরু হয়েছে আইপিএল মেগা নিলামের ২য় দিনের নিলামের কার্যক্রম।
রিকি ভুই অবিক্রিত২০ লক্ষ টাকা বেস প্রাইসের রিকি ভুই অবিক্রিত থাকেন।
মনন ভোরাকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস২০ লক্ষ টাকা বেস প্রাইসের মনন ভোরার জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস। বেস প্রাইসেই মননকে দলে নেয় লখনউ।
রিঙ্কু সিংকে ঘরে ফেরায় কেকেআর২০ লক্ষ টাকা বেস প্রাইসের রিঙ্কু সিংয়ের জন্য দর হাঁকে লখনউ ও কলকাতা। শেষমেশ ৫৫ লক্ষ টাকায় রিঙ্কুকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স।
হিমাংশু রানা অবিক্রিত২০ লক্ষ টাকা বেস প্রাইসের হিমাংশু রানা অবিক্রিত।
হরনূর সিং অবিক্রিত২০ লক্ষ টাকা বেস প্রাইসের হরনূর সিং অবিক্রিত থাকেন।
সচিন বাবি অবিক্রিত২০ লক্ষ টাকা বেস প্রাইসের সচিন বাবি অবিক্রিত থাকেন।
হিম্মত সিং অবিক্রিত২০ লক্ষ টাকা বেস প্রাইসের হিম্মত সিং অবিক্রিত থাকেন।
বিরাট সিং অবিক্রিত২০ লক্ষ টাকা বেস প্রাইসের বিরাট সিং অবিক্রিত থাকেন।
পীযূষ চাওলা অবিক্রিত১ কোটি টাকা বেস প্রাইসের পীযূষ চাওলার জন্য দর হাঁকেনি কোনও দল। তিনি অবিক্রিত থাকেন।
ইশ সোধি অবিক্রিত৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইশ সোধি অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের করণ শর্মা অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
মহিশ থিকসানাকে দলে নেয় সিএসকে৫০ লক্ষ টাকা বেস প্রাইসের মহিশ থিকসানার জন্য দর হাঁকে সিএসকে ও কেকেআর। শেষমেশ ৭০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস দলে নেয় শ্রীলঙ্কার থিকসানাকে।
শাহবাজ নদিমকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস৫০ লক্ষ টাকা বেস প্রাইসের শাহবাজ নদিমের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস। তারা বেস প্রাইসেই দলে নেয় নদিমকে।
কাইস আহমেদ অবিক্রিত৫০ লক্ষ টাকা বেস প্রাইসের কাইস আহমেদ অবিক্রিত।
তাবরাইজ শামসি অবিক্রিত১ কোটি টাকা বেস প্রাইসের তাবরাইজ শামসি অবিক্রিত।
মায়াঙ্ক মার্কান্ডেকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স৫০ লক্ষ টাকা বেস প্রাইসের মায়াঙ্ক মার্কান্ডের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। শেষেমশ ৬৫ লক্ষ টাকায় মার্কান্ডেকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
ন্যাথন কুল্টার-নাইল অবিক্রিত২ কোটি টাকা বেস প্রাইসের ন্যাথন কুল্টার-নাইল প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।
জয়দেব উনাদকাটকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের জয়দেব উনাদকাটের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। শেষমেশ মুম্বই ইন্ডিয়ান্স ১ কোটি ৩০ লক্ষ টাকায় দলে নেয় উনাদকাটকে।
শেল্ডন কটরেল অবিক্রিত৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের শেল্ডন কটরেল অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
নভদীপ সাইনিকে দলে নেয় রাজস্থান রয়্যালস৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের নভদীপ সাইনির জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। লড়াইয়ে নাম লেখায় রাজস্থান রয়্যালস। শেষমেশ মুম্বইয়ের সঙ্গে লড়া ২ কোটি ৬০ লক্ষ টাকায় নভদীপকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
সন্দীপ শর্মাকে দলে নেয় পঞ্জাব কিংস৫০ লক্ষ টাকা বেস প্রাইসের সন্দীপ শর্মার জন্য একা দর হাঁকে পঞ্জাব কিংস। বেস প্রাইসেই তাঁকে দলে নেয় পঞ্জাব।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের লুঙ্গি এনগিদির জন্য কেউ দর হাঁকেনি। তিনি প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের দুষ্মন্ত চামিরার জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও আরসিবি। শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরকে টপকে চামিরাকে ২ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের খলিল আহমেদের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। শেষমেশ ৫ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস দলে নেয় খলিলকে।
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইশান্ত শর্মা অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে। টিম ইন্ডিয়ার তারকা পেসার এবার আইপিএলে দল নাও পেতে পারেন, এমন আশঙ্কা করা হচ্ছিল। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হতেপারে।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের কৃষ্ণাপ্পা গৌতমের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। পরে রিংয়ে টুপি ছুঁড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত ৯০ লক্ষ টাকায় কৃষ্ণাপ্পা গৌতমকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের শিবম দুবের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ৪ কোটি টাকায় সিএসকে দলে নেয় শিবম দুবেকে।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের মারকো জানসেনের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। শেষমেশ ৪ কোটি ২০ লক্ষ টাকায় প্রোটিয়া তারকাকে দলে নেয় হায়দরাবাদ।
১ কোটি টাকা বেস প্রাইসের ওডিন স্মিথের জন্য দর হাঁকে পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। পরে লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দীর্ঘ টানাপোড়েন শেষে ওডিন স্মিথকে ৬ কোটি টাকায় দলে নেয় পঞ্জাব কিংস।
২ কোটি টাকা বেস প্রাইসের ক্রিস জর্ডন প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন। ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জয়ন্ত যাদবের জন্য দর হাঁকে গুজরাট টাইটানস। লড়াইয়ে যোগ দেয় সিএসকে। শেষমেশ ১ কোটি ৪০ লক্ষ টাকায় গুজরাট দলে নেয় বিজয় শঙ্করকে।
১ কোটি টাকা বেস প্রাইসের জয়ন্ত যাদবকে দলে নিতে আগ্রহ দেখায় লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট। শেষমেশ ১ কোটি ৭০ লক্ষ টাকায় গুজরাট টাইটানস দলে নেয় জয়ন্তকে। ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জেমস নিশাম প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের ডমিনিক ড্রেকসের জন্য দর হাঁকে গুজরাট ও আরসিবি। শেষমেশ ১ কোটি ১০ লক্ষ টাকায় ড্রেকসকে দলে নেয় গুজরাট টাইটানস।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের চেতেশ্বর পূজারা অবিক্রিত থাকেন। গতবার চেন্নাই সুপার কিংস দলে নিলেও একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি পূজারার। এবার প্রথম রাউন্ডে তাঁর জন্য দর হাঁকেনি কোনও দল।
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের অ্যারন ফিঞ্চ অবিক্রিত থাকেন। গতবারের আইপিএল নিলামেও অবিক্রিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের সৌরভ তিওয়ারি অবিক্রিত থাকেন। মুম্বই ইন্ডিয়ান্স সৌরভের জন্য দর হাঁকেনি।
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইয়ন মর্গ্যানের জন্য কোনও দল দর হাঁকেনি। প্রাক্তন নাইট অধিনায়ক অবিক্রিত থাকেন। কেকেআর পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহী হলেও দীনেশ কার্তিকের মতো মর্গ্যানের জন্যও তারা দর হাঁকেনি। সুতরাং, গতবারের রানার্স দলের ক্যাপ্টেন এবার অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
১ কোটি টাকা বেস প্রাইসের মার্নাস ল্যাবুশান অবিক্রিত থাকেন। টেস্টের অন্যতম সেরা ব্যাটসম্যান আপাতত আইপিএলে দল পেলেন না।
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের মনদীপ সিংয়ের জন্য দর হাঁকে লখনউ ও দিল্লি। শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসকে টেক্কা দিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকায় মনদীপকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ডেভিড মালান অবিক্রিত থাকেন।
১ কোটি টাকা বেস প্রাইসের অজিঙ্কা রাহানের জন্য দর হাঁকে একমাত্র কেকেআর। কলকাতা বেস প্রাইসেই দলে নেয় রাহানেকে।
এডমিডিস সুস্থ রয়েছেন। তিনি বিশ্রামে থাকায় দ্বিতীয় দিনের নিলাম পরিচালনা করছেন চরু। নিলাম শুরুর আগে এডমিডিস ছোট্ট বার্তায় সকলকে নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়েছেন।
প্রথম দিনের অবিক্রিত ক্রিকেটার:
ঋদ্ধিমান সাহা, সুরেশ রায়না, স্টিভ স্মিথ, অমিত মিশ্র, উমেশ যাদব, অ্যাডাম জাম্পা, আদিল রশিদ, মুজিব উর রহমান, ডেভিড মিলার, ইমরান তাহির, স্যাম বিলিংসরা অবিক্রিত থাকেন প্রথম দিনে।
আজ নিলামে উঠবে যেসব বিদেশী ক্রিকেটার:
এভিন লুইস, জেমস ভিনস, অ্যারন ফিঞ্চ, ইয়ন মর্গ্যান, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, ক্রিস লিন, মার্নাস ল্যাবুশান, রাসি ভ্যান ডার দাসেন, এডেন মার্করাম, কলিন মুনরো, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ওডিন স্মিথ, ড্যানিয়েল স্যামস, মিচেল স্যান্টনার, ডারিল মিচেল, ডেভিড ওয়াইজ, নারকো জানসেন, আকিল হোসেন, ডেভন কনওয়েদের দেখা যাবে দ্বিতীয় দিনের নিলামে।
আজ নিলামে উঠবে যেসব ভারতীয় ক্রিকেটার: অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, সৌরভ তিওয়ারি, এস শ্রীসন্ত, মনোজ তিওয়ারি, শিবম দুবে, বিজয় শঙ্কর, ঋষি ধাওয়ান, করুণ নায়ার, চেতন সাকারিয়া, হনুমা বিহারী, পারভেজ রসুল, মহিপাল লোমরোর, মুরলি বিজয়দের নিলামে তোলা হবে দ্বিতীয় দিনে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি