ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ডের বিপক্ষে চমক দিয়ে টেস্ট দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৩ ১৭:০৭:২৩
ইংল্যান্ডের বিপক্ষে চমক দিয়ে টেস্ট দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

তবে প্রথমবারের মত ডাক পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপ। ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি দারুণ বোলিং করেছেন এই পেসার। এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বাগিয়ে নিয়েছেন ৬৪ উইকেট। চার ইনিংসে পাঁচটি উইকেট শিকারের কীর্তিও আছে। ২৫ বছর বয়সী এই ক্যারিবীয় ত্রিনিদাদের ক্রিকেটার।

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ভালো করে দলে ফিরেছেন জন ক্যাম্পবেল। গত এপ্রিলের পর আর টেস্ট খেলা হয়নি তার।

আগামী ৮ মার্চ অ্যান্টিগায় শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। প্রথম ম্যাচের পর আরও দুটি টেস্ট মাঠে গড়াবে।

একনজরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বনার, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, বীরাসামি পারমল, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জায়ডেন সিলস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ