ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এশিয়ান কাপ বাছাইপর্ব: ই গ্রুপে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৪ ১৪:০৬:৪৭
এশিয়ান কাপ বাছাইপর্ব: ই গ্রুপে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যারা

২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে অংশ নিবে ২৪টি দেশ। স্বাগতিক চীনসহ এরই মধ্যে ১৩ দেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নিবে ১১টি দেশ। বাছাইপর্বের ছয় গ্রুপের সেরা ছয় দল এবং সেরা পাঁচ রানার্সআপ নিশ্চিত করবে মূল পর্ব।

বাছাইপর্বের ছয় গ্রুপ

গ্রুপ এ: কুয়েত (স্বাগতিক), নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান

গ্রুপ বি: মঙ্গোলিয়া (স্বাগতিক), ইয়ামেন, ফিলিপাইন, ফিলিস্তিন। গ্রুপ সি: উজবেকিস্তান (স্বাগতিক), শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড।

গ্রুপ ডি: ভারত (স্বাগতিক), কম্বোডিয়া, আফগানিস্তান, হংকং।

গ্রুপ ই: মালয়েশিয়া (স্বাগতিক), বাংলাদেশ, তুর্কমেনিস্তান, বাহরাইন।

গ্রুপ এফ: কিরগিজস্তান (স্বাগতিক), সিঙ্গাপুর, মায়ানমার, তাজিকিস্তান।

আয়োজক দেশ চীনসহ সরাসরি মূলপর্বে সুযোগ পাওয়া ১২ দল হল- সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, ভিয়েতনাম, লেবানন, কাতার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ