ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: ইমরুল-বিজয়-মুমিনুলদের জন্য আনা হবে পাওয়ার হিটিং ও ডেথ ওভার কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৭ ১০:৪৮:০৫
ব্রেকিং নিউজ: ইমরুল-বিজয়-মুমিনুলদের জন্য আনা হবে পাওয়ার হিটিং ও ডেথ ওভার কোচ

বাংলাদেশ টাইগার্সের প্রধান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, খেলোয়াড়দের প্রস্তুত করতে ও দলের চাহিদা মেটাতে ছায়া দলে পাওয়ার হিটিং কোচ ও ডেথ ওভার বোলিং কোচ আনা হতে পারে।

তিনি বলেন, ‘সামনে আমরা একেকজন বিশেষজ্ঞ কোচ নিয়ে আসব। যেমন, ডেথ বোলিং নিয়ে যদি কাজ করতে হয়, একজন কোচ এনে আমরা অনেকজন পেসার নিয়ে সেটার ওপর কাজ করব। সেই সাথে পাওয়ার হিটিং কোচ। রিস্ট স্পিনার যারা আছে, যারা ভালো কাজ করছে তাদের নিয়ে বড় ক্যাম্প করতে চাই। সামনে এরকম পরিকল্পনা আছে আমাদের।’

ইনাম জানান, ছায়া দল কখনও আনুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ পাবে না, যা পেয়ে থাকে ‘এ’ দল, এইচপি দল বা অনূর্ধ্ব-১৯ দল। বিশেষ করে ‘এ’ দলের সাথে বাংলাদেশ টাইগার্সের পার্থক্যটাও স্পষ্ট করেছেন তিনি।

ইনাম বলেন, ‘আমাদের এই প্রশ্নটা অনেক সময় আগেও হয়েছে। আমাদের যেরকম এইচপি আছে, অনূর্ধ্ব-১৯ আছে সেরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাংলাদেশ টাইগার্স। জাতীয় দলের বাইরে যে দল আছে সেটা হলো ‘এ’ দল। ‘এ’ দল যখন ট্যুর করবে তখন বাংলাদেশ টাইগার্স, এইচপি ও অনূর্ধ্ব-১৯ থেকে ক্রিকেটাররা থাকবে। কিন্তু বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামটা শুধু ট্রেনিংয়ের জন্য। এখানেও ট্যুর থাকবে, যেখানে বিদেশে গিয়ে আমরা অনুশীলন করব। আমাদের মূল মনোযোগ অনুশীলনে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ