আফিফ ও মিরাজের ব্যাটিং দেখে মাইকেল বেভানের কথা মনে পড়ে যায় তামিমের

দেখেন, উইকেট আমাদের সহায়তা করেছে। তবে উইকেটের কারণেই কিন্তু সবকিছু হয়ে যায়নি! উইকেটের ব্যাপারটি ছিল, স্রেফ ওদের স্পিনারদের কার্যকারিতা বা হুমকি যেন কিছুটা কমানো যায়। আমাদের দেশে এসে যেন ওরা বাড়তি সুবিধা না পায়। ওদের শক্তির জায়গায় যেন আমরা আরও সহায়তা না করি।
কিন্তু এটাও আমরা জানতাম যে ওরা সব উইকেটে ভালো বল করতে পারে। রশিদ-মুজিবরা বিগ ব্যাশেও দারুণ বোলিং করেন অস্ট্রেলিয়ার উইকেটে, পিএসএলে করেন। ওরা অনেক কোয়ালিটি বোলার।
আমাদের ব্যাটসম্যানরা ওদের খুব ভালোভাবে সামলেছে। প্রথম ম্যাচে দেখুন, এত চাপের মধ্যেও মিরাজ ও আফিফ কোনো চান্সই দেয়নি ওদের। কালকে লিটন ও মুশফিকের ব্যাটিংয়ের স্কিল যদি দেখেন, রশিদ ও মুজিবকে উল্টো চাপে রেখেছে ওরা। এই মানের বোলারদের বিপক্ষে রান করতে হলে সব উইকেটে সব জায়গায় ভালো খেলতে হবে। কাজেই আমাদের ব্যাটসম্যানদের কৃতিত্বই বেশি।
লিটন-মুশফিকের ভালো করাটা তো প্রত্যাশিতই। প্রথম ম্যাচে আফিফ-মিরাজ যেভাবে ব্যাট করেছে, এতে কি চমকে গেছেন? আপনি ম্যাচ শেষে বলছিলেন যে জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এই দুজন এত পরিণত ব্যাটিং করেছেন … এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন ওদের ব্যাটিং দেখে আমার মাইকেল বেভানকে মনে পড়েছে। ছোটবেলায় টিভিতে দেখতাম বেভানের ব্যাটিং, এভাবেই ক্যালকুলেটিভ খেলে ম্যাচ শেষ করতেন। এবার দেখলাম চোখের সামনে।
৪৫ রানে ৬ উইকেট পড়ার পর কম্পিউটার অ্যানালিস্টকে জিজ্ঞেস করছিলাম, আমাদের সর্বনিম্ন স্কোর কত। আমার ধারণা, আপনারাও তখন ঘাটাঘাটি করা শুরু করেছিলেন এমন কিছু। ওই অবস্থায় আসলে জয়ের কথা খুব কম জনেরই ভাবার কথা।
তবে ওরা যেভাবে শুরু করে এগোচ্ছিল, তাতে আস্তে আস্তে বিশ্বাসটা ফিরে পেতে শুরু করেছিলাম। সত্যিকার জয়ের আশা দেখলাম যখন রান দরকার পঞ্চাশের কম। ওই সময়টায় আমি মনে মনে বলছিলাম, “আল্লাহ, এতদূর এসে যেন না হারি। ৭০-৮০ রানে হেরে জেতাম, সেটা অন্য ব্যাপার। কাছে গিয়ে আমরা এত হেরেছি, আর হারতে চাই না এভাবে।”
ওদের দুজনের ব্যাটিং নিয়ে যত বেশিই বলি না কেন, যথেষ্ট হবে না। অন্য পর্যায়ের ব্যাটিং করেছে ওরা সেদিন। এত ধীরস্থির থেকে, এত নিয়ন্ত্রণ, এত সাহস আর আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, অবিশ্বাস্য…। এসব ঘটনা আপনি হরহামেশা দেখতে পাবেন না। এরকম ইনিংস অনেকের এক জীবনে খেলা হয় না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি