আফগানিস্তান বনাম বাংলাদেশ: ১৬ তে হয়নি, ২২-এ হবে

এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। সোমবার শেষ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে স্বাগতিক বাংলাদেশ দল। এছাড়া বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট থাকায় এই ম্যাচটিকে একদমই হালকা করে নিচ্ছে না তামিমের দল।
২০১৬ সালেও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে সেবার হোয়াইটওয়াশ করা সম্ভব হয়নি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছিল আফগানরা। তবে শেষ ম্যাচ জিতে সিরিজের শিরোপা দেশের বাইরে যেতে দেয়নি বাংলাদেশ।
বছর ছয়েক আগে আফগানদের হোয়াইটওয়াশ করতে না পারার আক্ষেপ ঘোচানোর সুযোগ এবার রয়েছে বাংলাদেশের সামনে। শুধু চাই সিরিজের শেষ ম্যাচেও জয়। আর এই মিশনে অতীত পরিসংখ্যানও নিজেদের পক্ষেই পাচ্ছে টাইগাররা। এখন পর্যন্ত তিন ম্যাচের সিরিজে ১০ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
অর্থাৎ দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচও জিতে নিয়েছে দশবার। বিপরীতে মাত্র দুইবার সিরিজ নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচটি হেরেছে বাংলাদেশ। ২০১৫ সালে ভারত এবং গতবছর শ্রীলঙ্কার বিপক্ষে ২-০তে এগিয়ে যাওয়ার পর শেষ ম্যাচটি জেতা সম্ভব হয়নি টাইগারদের।
অতীত নিজেদের পক্ষে থাকলেও মাত্র এক বছর আগেই শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ করতে না পারার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। তবে এবার আফগানদের বিপক্ষে নামার আগে সেই সিরিজের কথা মাথায় রাখছে না টাইগাররা। বরং ইতিবাচক থেকে ১৬’তে না পারার আক্ষেপ ২২-এ মেটানোরই লক্ষ্য তাদের।
রোববার ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এ বিষয়ে মেহেদি হাসান মিরাজ বলেছেন, ‘(শ্রীলঙ্কার কাছে সিরিজের শেষ ম্যাচ হারের ব্যাপারে) কোনো কথা হয়নি। সেটা নেতিবাচক ভাবনা। নেতিবাচক চিন্তা করছি না, ইতিবাচক চিন্তা করছি। আমরা চেষ্টা করবো শতভাগ অ্যাফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, চলতি সিরিজসহ সবমিলিয়ে ৭৮টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে টাইগারদের জয় ২৯টি সিরিজে আর ড্র হয়েছে ৪টি। এর মধ্যে ১৫টি ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছে তারা। সোমবারের ম্যাচটি জিতলে প্রতিপক্ষকে ১৬তমবারের মতো হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ১ম ওয়ানডে: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচ: লাইভ দেখুন এখানে
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- আগামীকাল বাংলাদেশ বনাম হংকং ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: মোবাইল ও টিভিতে থেকে লাইভ দেখার উপায়
- ডিভিডেন্ড ঘোষণা নিয়ে নতুন মোড়: তালিকাভুক্ত কোম্পানির বোর্ড সভার তারিখ পরিবর্তন
- পুঁজিবাজারে অস্বাভাবিক দরবৃদ্ধি: ৪ কোম্পানির জবাব ও সাম্প্রতিক চিত্র
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে