ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আজ ম্যাচ শেষে যা বললেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৮ ২১:০৯:৪০
আজ ম্যাচ শেষে যা বললেন তামিম

সিরিজ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় তামিম বলেন, ‘খুবই হতাশ। খেলার শুরুতেও একটা কথা বলেছিলাম- সিরিজ জিতলেও এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সিরিজ জিতে একটা ম্যাচ না জিতলেও সমস্যা নেই- ঐ পরিস্থিতি এখন নেই আর।’

সিরিজ জয় সত্ত্বেও তামিমের হতাশার কারণ ওয়ানডে সুপার লিগে পয়েন্ট অর্জনের সুযোগ হাতছাড়া করা। ঘরের মাঠে বাংলাদেশের নিকট ভবিষ্যতে সিরিজ নেই। আফগানদের বিপক্ষে সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জনের বড় সুযোগ তাই হাতছাড়া হয়েছে।

তিনি জানান, ‘প্রত্যেক ম্যাচের এখন পয়েন্ট আছে, মূল্য আছে। ঐদিক থেকে খুবই হতাশ। আমাদের সেরা ক্রিকেট আমরা খেলতে পারিনি, যা দ্বিতীয় ম্যাচে করেছিলাম।’

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজেও সিরিজ জয়ের পর শেষ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এবারও ঘটল এর পুনরাবৃত্তি। তামিম আরও বলেন, ‘এই ম্যাচই সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সিরিজ জিতলেও আমরা শেষ ম্যাচে পয়েন্ট পেলাম না। শ্রীলঙ্কার বিপক্ষেও একই ব্যাপার ঘটেছিল, সিরিজ জিতে শেষ ম্যাচ জিততে পারিনি।’

প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল অবিশ্বাস্যভাবে। সেই ম্যাচের পারফরম্যান্সে তাই খুব বেশি উচ্ছ্বাসের সুযোগ নেই। তামিম আরও বলেন, ‘এই একটা ম্যাচ ছিল যেটা আমি খুব করে চেয়েছি জিততে। প্রথম ম্যাচে আমরা বেশ ভাগ্যবান ছিলাম। আফিফ-মিরাজ যে ব্যাটিং করেছে তা অসাধারণ, এরকম ব্যাটিং প্রতিদিন পাওয়া যাবে না। পরের ম্যাচে আমরা খুব সলিড গেম খেলেছি। সুতরাং আমি ভেবেছি আজকের ম্যাচটায় আমরা খুব দাপটের সাথে শেষ করতে পারবো। সে দিক থেকে আমি বলব খুবই হতাশ।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ