ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সিরিজ সেরার পুরস্কার যাকে উৎসর্গ করলেন লিটন দাস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৮ ২২:২০:৩২
সিরিজ সেরার পুরস্কার যাকে উৎসর্গ করলেন লিটন দাস

সিরিজ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘আমার স্ত্রী আমাকে অনেক সাপোর্ট দেয়। তাকেই উৎসর্গ করছি।’ ৩ ম্যাচে ৭৪.৩৩ গড়ে ২২৩ রান, আছে একটি শতক আর একটি অর্ধশতক, অর্ধশতকটাও আরেকটু হলে শতকে রূপ নিত। স্বভাবতই নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত লিটন। তবে কিছু উচ্ছ্বাস চাপা পড়ল শেষ ম্যাচে দল হেরে যাওয়ায়। সেই সাথে ৮৬ রানে থামা ইনিংস শতকে রূপ নিতে পারেনি বলেও রইল আক্ষেপ।

লিটন জানান, কোন পরিকল্পনায় এদিন ব্যাটিং করেছেন। তিনি বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি অনেক খুশি। তবে দল জিতলে নিজের পারফরম্যান্সের মূল্য বেড়ে যায়। প্রথম ১৫ ওভার দেখেশুনে খেলেছি, কারণ তারা প্রথম পাওয়ারপ্লেতে খুব ভালো বোলিং করছিল। ঐ সময়টা বুঝেশুনে খেলেছি। আমার লক্ষ্য ছিল ৩৫ ওভার ব্যাট করা। ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে খেলার দৃশ্যপট ভিন্ন কিছু হতে পারত।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ