ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ছায়া দলের ক্যাম্প থেকে নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০২ ১০:৫৪:১৭
ছায়া দলের ক্যাম্প থেকে নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন ইমরুল

জাতীয় দলের বাইরে ইমরুলের মতো শীর্ষ ক্রিকেটাররা রয়েছেন ছায়া দলের ক্যাম্পে। তিনি জাতীয় দলের রাডারে আছেন তবে এই মুহূর্তে স্কোয়াডে নেই - তিনি মূলত ছায়া দলে জায়গা পেয়েছেন। টেস্ট দলের সঙ্গে আছেন ক্রিকেটার। যারা টেস্ট খেলতে যাচ্ছেন না তাদের জন্য এই দলটি জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করার একটি প্ল্যাটফর্ম।

ছায়া দলের প্রথম ক্যাম্প চলছে বগুড়ায়, যেখানে উইকেট অনেকটা নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার উইকেটের মত। ভিন্নধর্মী এই উইকেটে আগে ঘরোয়া ক্রিকেট খেলা হলেও জাতীয় দলভিত্তিক কোনো কার্যক্রম এবারই প্রথম পেলেন ইমরুলরা। এতে স্বভাবতই তারা উচ্ছ্বসিত।

ইমরুল বলেন, ‘এখানকার উইকেটগুলো খুবই ভালো। আমরা এর আগেও এখানে অনেক ম্যাচ খেলেছি। স্পোর্টিং উইকেট, বোলার-ব্যাটার সবার জন্যই কার্যকরী। সকালে উইকেটে আর্দ্রতা থাকে, সুইং হয়, ব্যাটারের জন্য অনেক চ্যালেঞ্জিং। আবার ব্যাটাররা সেট হয়ে গেলে খুব স্বাচ্ছন্দ্যে রান করতে পারে। স্পিনের বিপক্ষেও ভালো রান করা যায়। স্কিল উন্নতির জন্য কার্যকরী ভূমিকা রাখছে এই উইকেট।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ