ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মুনিমের থাকা না থাকা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০২ ১৬:৫২:২৪
মুনিমের থাকা না থাকা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মাহমুদউল্লাহ

তবে প্রশ্ন রয়েছে প্রথম ম্যাচে ওপেনিংয়ে থাকবেন কারা? টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দলে ফিরলেন লিটন। মুশফিক যেহেতু ইনজুরিতে লিটনের খেলাটা নিশ্চিত। তবে মাহমুদউল্লাহ বলছেন আগামীকাল অভিষেক হওয়ার সম্ভবনা রয়েছে মুনিমের।

“মুনিমের ভালো সুযোগ আছে কালকে। এখন নির্দিষ্ট করে বলতে পারবো না, আমরা উইকেটটা আজ দেখলাম। আমরা পরিকল্পনা করব আমাদের ব্যাটিং অর্ডারটা আমরা কীভাবে সাজাতেই চাই। শুধু টপ অর্ডার নিয়ে পরিকল্পনা করলেই হবে না, গোটা ব্যাটিং ইউনিট আমাদের ভালো করতে হবে।”

প্রতিদিনই ভালো করেন ব্যাটাররা- এমন দিন খুব কমই রয়েছে। স্বাভাবিকভাবে দলের টপ অর্ডাররা ব্যর্থ হলে হাল ধরেন মিডল কিংবা লোয়ার অর্ডারকে। মাহমুদউল্লাহও সেই ফর্মুলায় খেলতে চান। নির্দিষ্ট কোনো ক্রিকেটারের ওপর তাকিয়ে না থেকে টি-টোয়েন্টিকে দলীয় খেলাই বললেন মাহমুদউল্লাহ।

“কোনোদিন টপ অর্ডার ভালো শুরু করবে না, মিডিল অর্ডার সেটা ক্যারি করবে, টপ অর্ডার ভালো শুরু করলে মিডল অর্ডার বিল্ডাপ করতে হবে। তো আমার মনেহয় এটা টোটাল টিম গেম টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা অনেক কঠিন। তবে টিম হিসেবে আমরা যদি খেলতে পারি তবে আমাদের ভালো সুযোগ আছে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ