ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: মাশরাফিকে দলে ভেড়ালো লিজেন্ডস অব রূপগঞ্জ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০২ ১৮:০০:৪০
ব্রেকিং নিউজ: মাশরাফিকে দলে ভেড়ালো লিজেন্ডস অব রূপগঞ্জ

যেখানে প্রথম দিন মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বুধবার দলটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

গতবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হয়েছিল ডিপিএল। তবে এবার স্বরূপে ফিরছে জাঁকজমকপূর্ণ এ ঘরোয়া আসর। ৫০ ওভারের সংস্করণের এই আসরে খেলবেন বিদেশি ক্রিকেটারেরাও।

আগামী মাসের শুরুর দিকে হবে দলবদল, আর ১৫ মার্চ থেকে খেলা মাঠে গড়াবে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি জানিয়েছেন, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এবার দলগুলো ইচ্ছেমতো বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। তবে একাদশে খেলাতে পারবে মাত্র একজন ক্রিকেটারকে। মহামারীর সময় হলেও কঠোর জৈব-সুরক্ষা বলয় থাকবে না। তবে এক ধরনের বিধিনিষেধ থাকবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ