ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কোহলির সেঞ্চুরি পাওয়া শুধু সময়ের ব্যাপার: সৌরভ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০২ ২০:৪৮:২৬
কোহলির সেঞ্চুরি পাওয়া শুধু সময়ের ব্যাপার: সৌরভ

সম্প্রতি কোহলির মাইলফলকের ম্যাচ নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেছেন, ‘এরকম জায়গায় পৌঁছতে ভালো ক্রিকেটার হতেই হবে। ভারতীয় ক্রিকেটে খুব কমজনই ১০০ টেস্ট খেলেছেন। এটা একটা বড়সড় ল্যান্ডমার্ক হতে চলেছে। বিরাট একজন গ্রেট ক্রিকেটার। এই সম্মানের পুরোপুরি যোগ্য সে।’

দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের জন্য অনেকেই শচিন টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনা করে থাকেন। ২০১৪ সালের ইংল্যান্ড সফরের হতাশাজনক পারফরম্যান্সের পর কোহলি যেভাবে নিজেকে বদলে ফেলেছেন এর প্রশংসা করেছেন সৌরভ।

তিনি বলেন, ‘তার টেকনিক, হার না মানা মানসিকতা, ফুটওয়ার্ক, ব্যালান্স- সবকিছুই আমার দারুণ পছন্দের। ২০১৪ সালে ইংল্যান্ডে স্ট্রাগল করার পরে যেভাবে নিজের খেলাকে সে অন্য উচ্চতায় নিয়ে গেল, তা অবিশ্বাস্য। ধারাভাষ্যকার হওয়ার সুবাদে সেই সময় আমি সামনে থেকে পুরো বিষয়টা প্রত্যক্ষ করেছিলাম। তারপরের পাঁচ বছর তো দারুণ কাটালো। এরকমটাই গ্রেটদের ক্ষেত্রে হয়ে থাকে।'

দ্রাবিড়ও নিজেকে এভাবে বদলে ফেলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে সৌরভ বলেন, '২০০২-২০০৫ সালে রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও এমনটা দেখেছিলাম। শচিন সহ অন্যান্য গ্রেট প্লেয়াররা এভাবেই এক-একটা পর্যায়ে নিজেদের সেরা ফর্মে তুলে ধরেছে। এমন পর্যায়ে প্রত্যাশার চাপ বরাবর বেশি থাকে। বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে তুলনায় মোটেই পক্ষপাতী নয়। তবে টেস্টে চার নম্বর হোক বা সীমিত ওভারের ক্রিকেটে তিন নম্বর, কোহলি দুর্ধর্ষ পারফর্ম করে এসেছে।’

কোহলির নামের পাশে তিন ফরম্যাট মিলিয়ে রয়েছে ৭০টি সেঞ্চুরি। সেই অভিজ্ঞতাই কোহলিকে দ্রুতই সেঞ্চুরি খরা কাটাবে বলে মনে করেন বিসিসিআই সভাপতি। কোহলির সেঞ্চুরি পাওয়া শুধু সময়ের ব্যাপার বলেও বিশ্বাস সাবেক এই ভারতীয় অধিনায়কের।

সৌরভের ভাষ্য, ‘কীভাবে সেঞ্চুরি করতে হয়, সেটা সে ভালোই জানে। তা নাহলে তার নামের পাশে ৭০টা সেঞ্চুরি থাকত না। একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে বলতে পারি, সে শীঘ্রই রান করা শুরু করবে। সেই দক্ষতা রয়েছে তার, স্রেফ সময়ের অপেক্ষা এই যা!'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ