ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাজারে এলো ‘মেসি বার্গার’, জেনেনিন মূল্য

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৩ ১০:৫৯:০৯
বাজারে এলো ‘মেসি বার্গার’, জেনেনিন মূল্য

সেই চুক্তির অংশ হিসেবেই এখন থেকে হার্ড রক ক্যাফের মেন্যুতে দেখা যাবে মেসি বার্গার। পাশাপাশি এই বার্গার বাজারে ঘোষণা দিয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞাপনও করেছেন মেসি।

যুক্তরাজ্যের গ্রাহকরা হার্ড রক ক্যাফে থেকে মেসি বার্গার থেকে পারবেন মাত্র ১০ পাউন্ড খরচ করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৫০ টাকার সমান।

এই মেসি বার্গারের বিশেষত্ব হলো ব্রইশ বানের মাঝে এটিতে দুইটি বড় সাইজের বিফ প্যাটি থাকবে। পাশাপাশি বেশ কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজোও থাকবে।

দশ পাউন্ডের সঙ্গে আরও বাড়তি কিছু অর্থ যোগ করলে এতে একটি ভাজা ডিমও দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালে যুক্তরাজ্যের লন্ডনে যাত্রা শুরু করেছিল হার্ড রক ক্যাফে। তবে বর্তমানে এর সদর দপ্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত। সবমিলিয়ে ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো রয়েছে হার্ড রক ক্যাফের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ