ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও আফগানিস্থানের ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৩ ১৮:২৩:৫৫
এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও আফগানিস্থানের ম্যাচ

চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানদের ২-১ ব্যবধানে হারানো গেলেও ভয় ছিল টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। সেই ভয় অবশেষে কেটেছে টাইগারদের।

শুরুতে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং আর বল হাতে নাসুমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬১রানে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।

টাইগারদের দেয়া ১৫৫ রানের লক্ষ্য টপকাতে নেমে শুরু ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। নাসুম আহমেদের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ তুলে দেন হজরতউল্লাহ জাজাই। তবে নাগালের খানিকটা দূরে থাকায় ক্যাচ অল্পের জন্য নিতে ক্যাচ পারেননি নাসুম।

তার একবল পরেই ক্যাচ দেন রহমানউল্লাহ গুরবাজ। রানের খাতা খোলার আগে ইয়াসির আলীর তালুবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় গুরবাজকে।

দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে চতুর্থ বলে উইকেট নিতে পারতেন মোস্তাফিজুর রহমান। ৫ রানের মাথায় ক্যাচ তুলে দেন জাজাই তবে মুনিম শাহারিয়ার নাগাল না পেয়ে মিস করেন।

প্রথমে শূন্য, পরে পাঁচ রানের মাথায় জীবন পাওয়া জাজাইকে শেষ পর্যন্ত ফেরান নাসুম আহমেদ। দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই জাজাইকে তুলে নেন ৫ রানে। একই ওভারের তৃতীয় বলে দারউইশ রাসুলিকে সাজঘরে ফেরান ২ রানে।

এরপর নিজের তৃতীয় ওভার করতে এসে কারিম জানাতকে ফেরান ৬ রানে। নাসুম একাই ধ্বস নামান আফগান ব্যাটিং লাইন-আপে। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি সফরকারীদের।

বিস্তারিত আসছে…

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ