ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান: ১১৮৭ রানের অবিশ্বাস্য টেস্ট ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৮ ১৯:৫৫:৪৩
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান: ১১৮৭ রানের অবিশ্বাস্য টেস্ট ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

চতুর্থ দিন শেষেই স্কোরকার্ড বলছিল নিশ্চিত ড্রয়ের পথেই যাচ্ছে ঐতিহাসিক এই টেস্ট। শেষমেশ হলোও তাই। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৪৭৬ রানের জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে ৪৫৯ রান। এরপর ১৭ রানের লিড নিয়ে টেস্টের পঞ্চম দিনে এসে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাবর আজমের দল।

প্রথম ইনিংসে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা ইমাম উল হক দ্বিতীয় ইনিংসেও ১১১ রানে অপরাজিত থাকলেন। অন্যদিকে, আরেক ওপেনার আবদুল্লাহ শফিক অপরাজিত ছিলেন ১৩৭ রানে। তারা দুজনে মিলে উদ্বোধনী জুটিতে ২৫২ রান যোগ করতেই শেষ দিনের খেলাও শেষ হয়ে যায়।

এর আগে রাওয়ালপিন্ডি টেস্টে প্রথমে ব্যাটিং করে ৪৭৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ১৮৫ রান করেছিলেন আজহার আলি। এ ছাড়া ১৫৭ রান করেছিলেন ইমাম উল হক। পাকিস্তানের মাত্র ৪ উইকেট তুলতে পেরেছে অস্ট্রেলিয়ার বোলাররা। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট পেয়েছিলেন লায়ন, কামিন্স এবং ল্যাবুসশেন।

এদিকে রান পাহাড়ের জবাবও ভালোমতোই দিয়েছে অজি ব্যাটসম্যানরা । লিড নিতে না পারলেও ৪৫৯ রানের বিশাল ইনিংস খেলে অস্ট্রেলিয়া। কিছুদিন আগেই ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে অ্যাশেজে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন অস্ট্রেলিয়া শেষ করেছিল ৭ উইকেটে ৪৪৯ রানে।

তবে পঞ্চম দিনের শুরুতে মাত্র ১০ রানেই শেষ তিন উইকেট হারায় অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ৯৭ রান করেছেন উসমান খাজা। এ ছাড়া ৯০ করে প্যাভিলিয়নে ফিরেছেন মারনাস ল্যাবুসশেন। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নিয়েছেন নোমান আলি। এ ছাড়াও শাহিন আফ্রিদি পেয়েছেন দুই উইকেট। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে এসে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ