ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মুস্তাফিজকে নিয়ে করা ভবিষ্যৎবানী সত্যি হলো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৩ ১৬:৪৬:১৮
মুস্তাফিজকে নিয়ে করা ভবিষ্যৎবানী সত্যি হলো

“মোস্তাফিজ টেস্ট ক্রিকেট খেলছে না… এটা সত্যিই দুঃখজনক। আমার মতে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তার পাওয়ার অনেক কিছু ছিল। আমাদের দলে শরিফুল, তাসকিন ও ইবাদত রয়েছে। কিন্তু মোস্তাফিজ টেস্ট খেলছে না, এটা হতাশার। আমি আবারো বলছি, তার মতো একজন পেসারের টেস্ট না খেলা দুঃখজনক।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোস্তাফিজের টেস্ট অভিষেক ২০১৫ সালে। ২৬ বছর বয়সী এই পেসার মাত্র ১৪ টেস্ট খেলেছেন। কোভিডের পর বায়ো বাবলের কারণে নির্বাচকদের টেস্ট দলে বিবেচনা করতে মানা করেছেন। এর আগে বিভিন্ন কারণে টেস্ট দলে থাকতে চাইতেন না তিনি। ইনজুরির ধকল তো রয়েছেই।

ডোনাল্ড মোস্তাফিজকে টেস্ট দলে দেখতে চাইলেও তার ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছেন, “এখনকার খেলোয়াড়রা তাদের ব্যক্তিগত পছন্দগুলোকে খুব বেশি প্রাধান্য দেয়। তারা একটি ফরম্যাট চাইলেই বাদ দিয়ে দিতে পরে। কারণ তাদের হাতে টি-টোয়েন্টির মতো উপাদান আছে। যেখানে অংশগ্রহণ করলে খেলার পাশাপাশি বিপুল অর্থ পাওয় যায়।”

মোস্তাফিজকে টেস্ট ক্রিকেটে আগ্রহ বাড়ানোর অনুরোধ ৫৫ বছর বয়সী সাবেক পেসারের, ‘আমি মোস্তাফিজের বড় ভক্ত। ২০১৬ সালেও আমি একই কথা বলেছি। আমি বলেছিলাম এই ছেলেটার সাদা বলে সাফল্যের পেছনে ভয়ংকর অস্ত্র আছে। তাকে সহজেই অনুমান করা যায় না। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ