ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নিজের পারফরম্যান্সের সব কৃতিত্ব হেরাথকে দিলেন মেহেদি মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৪ ১৫:০৯:২৫
নিজের পারফরম্যান্সের সব কৃতিত্ব হেরাথকে দিলেন মেহেদি মিরাজ

আর এখনতো ব্যাট এবং বল হাতে ভরসার এক নাম মিরাজ। যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তান সিরিজ। ব্যাট হাতে ৮১ রান করে প্রায় নিশ্চিত হারের মুখ থেকে দলকে বের করে আনেন এই অলরাউন্ডার। এছাড়া বিপিএলেও মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স দেখা গিয়েছে নিয়মিত। বল হাতেও মিরাজের পারফরম্যান্সে এসেছে চোখে পড়ার মতো উন্নতি। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে হেরাথকে অনেকাংশ কৃতিত্ব দেন মিরাজ।

তিনি বলেন"উনি একজন কিংবদন্তি বোলার, উনি মেন্টালি এবং টেকনিক্যালি অনেক বেশি শক্তিশালী। উনার টিপসগুলো যদি ঠিকমতো বুঝে কাজে লাগানো যায় তাহলে শুধু আমি নয় যেকোনো বোলারের পক্ষেই উন্নতি করা সম্ভব"। এবারের বিপিএলে বেশ ভালো পারফর্ম করেছেন মিরাজ। টুর্নামেন্ট শুরুর আগে বিশেষভাবে কোন কাজ করেছেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন"টি-টোয়েন্টি ফরমেট একদম ভিন্ন, এখানে আপনার ভিন্ন ভিন্ন রকমের বল করতে হয়। ভেরিয়েশনের দিকে বেশি মনোযোগ দিতে হয়।

এবারের বিপিএলটা যাতে ভালো করতে পারি এরকম একটি চিন্তা ভাবনা ছিল। ফলে বোলিং নিয়ে টুর্নামেন্ট শুরুর কিছু সময়ে আগ থেকেই কাজ করছিলাম। ফলে এবারের বিপিএলে ভালো করতে পেরেছি"। এ বদলে যাওয়া মিরাজকেও অবশ্য বিদেশের মাটিতে নিজের বিগত পরিসংখ্যান মুছে ফেলতে হবে। টেস্ট কিংবা ওয়ানডে বিদেশের মাটিতে মিরাজের পারফরম্যান্স বেশ বিবর্ণ। দেশের বাইরে ৩৬ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ২৭ টি।

ইকোনোমি ৪.৬৯, তবে বোলিং গড় ৫১.৭৪ যা অবশ্যই মিরাজের নামের সাথে মানানসই নয়। বিদেশের মাটিতে ২৫ টেস্টে ৪৬ উইকেট শিকার করেছেন মিরাজ ইকোনমি ৩.৫৪ যা টেস্ট ক্রিকেটের তুলনায় অনেক বেশি। টেস্টে মিরাজের বোলিং গড় ৫২.৬০। ফলের দেশের মাটিতে ম্যাচ উইনার মিরাজ বিদেশের মাটিতে বেশ বিবর্ণ।

তবে দিন দিন নিজেকে বদলে ফেলছেন মিরাজ ফলে আশা করা যেতেই পারে এ পরিসংখ্যানগুলো ও বদলে ফেলবেন তিনি। পরিসংখ্যান বদলের এ খেলা হয়তো শুরু হবে এ দক্ষিণ আফ্রিকা সফর থেকে। পেসারদের স্বর্গরাজ্য দক্ষিণ আফ্রিকায় স্পিন দিয়ে বিজয়ের গাঁথা লিখুক মিরাজ এটাই প্রত্যাশা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ