ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

এখনও স্বপ্ন দেখি : আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৪ ২০:৪৬:৪৪
এখনও স্বপ্ন দেখি : আশরাফুল

ডিপিএলে এবার আশরাফুল খেলবেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। গত আসরে শেখ জামাল ধানমন্ডির হয়ে নজরকাড়া কিছু ইনিংস দেখা গেছে আশরাফুলের ব্যাটে। এবার অবশ্য গতবারের মত টি-টোয়েন্টি ফরম্যাট নয়, খেলা হবে ওয়ানডে ফরম্যাটে।

তবে তিন ফরম্যাটেই জাতীয় দলে ফেরার আশা রাখা আশরাফুল ডিপিএল মাতাতে মরিয়া। তিনি বলেন, ‘সবার জন্যই এই লিগ গুরুত্বপূর্ণ। আমি যেহেতু এখনও খেলছি এবং স্বপ্ন দেখি বাংলাদেশ দলে খেলব, সেদিক থেকে এই লিগটা খুব গুরুত্বপূর্ণ আমার জন‍্য।’

৩৭ বছর বয়সী আশরাফুল আরও ২ বা ৩ বছর পুরোদমে খেলে যেতে চান। সেক্ষেত্রে নিজেকে প্রমাণের বিষয়ও আছে। ডিপিএলে আশরাফুল নিজের সামর্থ্যের সেই প্রমাণটাই রাখতে চান।

তিনি বলেন, ‘যদি আরও দুই-তিন বছর আমার ক‍্যারিয়ারটা ধরে রাখতে চাই, আমার মনে হয় এই লিগে আমার ভালো কিছু করা উচিত। স্বপ্ন তো দেখি সব সংস্করণেই খেলার (জাতীয় দলে)। কিন্তু এখন যেহেতু সামনে ঢাকা লিগ, ঢাকা লিগ নিয়েই আমি থাকতে চাই। এই জায়গায় ভালো খেলতে চাই, ব্রাদার্সের হয়ে ভালো খেলতে চাই। কিছু ভালো ভালো ইনিংস খেলতে চাই, ম‍্যাচ জেতানো ইনিংস খেলতে চাই।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ