ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আইপিএলে বাড়ল ডিআরএস, করা হলো নতুন নিয়ম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৫ ১০:১৭:২৮
আইপিএলে বাড়ল ডিআরএস, করা হলো নতুন নিয়ম

এদিকে মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির দেখা পথে হেঁটে আইপিএলে ক্যাচ আউটের পর স্ট্রাইক নেওয়ার নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। এতদিন যে নিয়ম প্রচলিত ছিল, সে অনুযায়ী ক্যাচ আউটের ক্ষেত্রে দুই ব্যাটার পরস্পরকে অতিক্রম করে ফেললেন পরের বলে নতুন ব্যাটারকে বল মোকাবেলা করতে হত না। তবে এমসিসি সেই নিয়ম পরিবর্তন করায় আইপিএলও এই নিয়ম চালু করতে চলেছে এবারের আসরে।

এছাড়া করোনার কারণে একাদশ সাজাতে হিমশিম খেলে কী করতে হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ক্রিকবাজকে ঐ বিসিসিআই করতা বলেন, ‘কোভিডের কারণে যদি কোনো কারণে একটি ম্যাচে ১২ জন (প্রথম একাদশের ১১ জন এবং ১ জন বদলি) ক্রিকেটারকে না পাওয়া যায়, যাদের মধ্যে আবার অন্ততপক্ষে সাতজন ক্রিকেটারকে ভারতীয় হতে হবে; তাহলে সেই ম্যাচটি বিসিসিআই পরবর্তী একটি তারিখে নির্ধারণের চেষ্টা করবে।’

তিনি আরও বলেন, ‘একান্ত যদি তা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আইপিএলের টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হবে। তার যে সিদ্ধান্ত নেবে, তা সব পক্ষকেই মানতে হবে। এর কোনোরকম পরিবর্তন সম্ভব নয়।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ