ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সে ৪০ মিনিটে একটা খেলাই বদলে দিতে পারে: রোহিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৫ ১১:১৫:১৭
সে ৪০ মিনিটে একটা খেলাই বদলে দিতে পারে: রোহিত

পান্তের নিজস্ব স্টাইলে হস্তক্ষেপ করতে রাজি নন প্রথমবার পূর্ণকালীন টেস্ট অধিনায়ক হিসেবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা রোহিত। ভারতীয় অধিনায়ক বরং সেই স্বাধীনতাটা দিতে চান তরুণ পান্তকে।

রোহিত বলেন, ‘তার ব্যাটিং তার মতোই থাক। আমরা জানি সে কিভাবে ব্যাট করে। দল হিসেবে আমরা তাকে শুধু তার মতো করে ব্যাট করার স্বাধীনতাটা দিতে চাই। সেইসঙ্গে ম্যাচের কোনো পরিস্থিতিতে তার কিপিংয়েও (আস্থা রাখতে চাই)।’

ভারতীয় দলপতি মনে করেন, পান্ত এমন একজন যিনি ৪০ মিনিটে একটা খেলাই বদলে দিতে পারেন। তাই তার আউট নিয়েও বেশি কথা না বলাই ভালো, এমন মত রোহিতের।

রোহিতের ভাষায়, ‘এমন সময় আসবে যখন আপনি মাথার ওপর দিয়ে মারতে গেলে লোকে বলবে, কেন সেটা এটা করতে গেল। কিন্তু তার ব্যাটিংয়ের সময় এটা মেনে নিতেই হবে। কেননা সে এমন একজন খেলোয়াড়, যে কিনা ৪০ মিনিটে ম্যাচই বদলে দিতে পারে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ