ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

টেস্ট স্কোয়াডে থাকার পরও দক্ষিণ আফ্রিকা সফরে যায়নি সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৫ ১৩:২২:৩৯
টেস্ট স্কোয়াডে থাকার পরও দক্ষিণ আফ্রিকা সফরে যায়নি সোহান

সিদ্ধান্ত পাল্টে গতকাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দেশসেরা ক্রিকেটার এবং তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে তিন ধাপে দলের বাকিরা আফ্রিকার দেশটির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সফরে তিন ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে আগামী ১৮ মার্চ। একদিনের সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ২০ ও ২৩ মার্চ। তার আগে আগামীকাল নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। টেস্ট সিরিজকে সামনে রেখে ২৬ ও ২৭ মার্চ দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা।

ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল। ভেন্যু পোর্ট এলিজাবেথের সেন্ট জার্জেস ওভাল। এদিকে ২৩ মার্চ সোহানের দক্ষিণ আফ্রিকার বিমানে চড়ার কথা আছে বলে জানিয়েছেন নান্নু। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সোহান দক্ষিণ আফ্রিকা যাবে। তার স্ত্রী অসুস্থ বলে একটু দেরি হচ্ছে। সে হয়তো ২৩ তারিখের ফ্লাইট ধরতে পারে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ