ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শেষ হলো গাজী গ্রুপ ও রূপগঞ্জের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৫ ১৭:০১:২৫
শেষ হলো গাজী গ্রুপ ও রূপগঞ্জের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

৪৫ রানের মধ্যেই ৪ উইকেট পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ফলে বিপাকেই পড়তে হয় গাজী গ্রুপকে। এবারের মৌসুমে গাজী গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর। মাহমুদুল ও আকবর মিলে পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।

তবে ক্রিজে সেট হয়েও মেহেদী হাসান রানার বলে আউট হন গাজী গ্রুপের অধিনায়ক আকবর (২৯)। পরবর্তীতে দ্রুত উইকেট ভাঙতে থাকে গাজী গ্রুপের। মাহমুদুল হাসান চেষ্টা করলেও তার ইনিংস থামে ব্যক্তিগত ৩৩ রানে।

ফলে দলীয় ১৪৪ রানেই থামে গাজী গ্রুপের দলীয়। ১৪৭ রানের বড় ব্যবধানের জয়ের পেছনে বল হাতে অবদান রূপগঞ্জ সব বোলাররাই। সর্বোচ্চ দুটি করে উইকেট পান সঞ্জিত সাহা ও তানভির হায়দার। ব্যাট হাতে ৯২ করার পর, বল হাতেও একটি উইকেট নেন নাঈম।

সংক্ষিপ্ত স্কোর –

লিজেন্ডস অব রূপগঞ্জ ২৯১/৭ (ওভার ৫০)

নাঈম ৯২, চিরাগ ৪৭, সাব্বির ৪২ : অনিক ৩-৩৬

গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৪৪ (ওভার ৩০.৪)

মাহমুদুল ৩৩, আকবর ২৯ তানভীর : ২/১০

ফলাফল : ১৪৭ রানে জয়ী রূপগঞ্জ

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ