ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

চমক দিয়ে এই মুহূর্তের সব থেকে সেরা অলরাউন্ড ব্যাটারের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৬ ২২:৫৭:৪২
চমক দিয়ে এই মুহূর্তের সব থেকে সেরা অলরাউন্ড ব্যাটারের নাম ঘোষণা

আগের দিনের সেঞ্চুরিয়ান বাবর শেষ দিনে ফিরেছেন ৪২৫ বলে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই পাকিস্তান টেস্ট ড্রয়ের মোমেন্টাম খুঁজে পায়। শেষ দিনে সেঞ্চুরি তুলে নিয়ে সেটার পূর্ণতা দিয়েছেন রিজওয়ান। এমন ইনিংসের পরও মাত্র ৪ রানের আক্ষেপে পুড়িয়েছে বাবরকে। চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেললেও প্রথম অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া হলো না তার।

এসব ছাপিয়ে বাবরের এমন ইনিংসের পর পাকিস্তানের অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টুইট করে জানিয়েছেন, তিন ফরম্যাটে বাবর এই মুহূর্তে সেরা ব্যাটার। এই টুইটে ভন বলেন, ‘কোনো প্রশ্ন ছাড়াই আমি মনে করি বাবর আজম এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার। সব ফরম্যাটেই দারুণ করছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ