ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিপদে ক্রিকেটাররা: আইপিএল থেকে সরে দাঁড়ালে দেয়া হবে কঠিন শাস্তি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৯ ২১:৫৬:৪৬
বিপদে ক্রিকেটাররা: আইপিএল থেকে সরে দাঁড়ালে দেয়া হবে কঠিন শাস্তি

নিলাম থেকে দল পেলেও আসর শুরুর আগে আইপিএলকে ‘না’ বলা ক্রিকেটারের সংখ্যা নেহায়েত কম নয়। তবে এমনটি হলে বেশ বিপাকে পড়ে যায় ফ্র্যাঞ্চাইজি বা দলগুলো। কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সময় তাকে ঘিরে নানা পরিকল্পনা সাজানো হয়। তার পরবর্তীত খেলোয়াড়দের কেনার ক্ষেত্রেও থাকে বড় প্রভাব।

হুট করে একজন খেলোয়াড় চলে গেলে বা নাম প্রত্যাহার করে নিলে ফ্র্যাঞ্চাইজিরা তাই দুর্ভাবনায় পড়ে যায়। এই সমস্যা সমাধানে বিসিসিআই কঠোর পদক্ষেপ নিতে চলেছে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আইপিএল থেকে নাম প্রত্যাহার করা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া যায় তা খুঁজে বেড়াচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই। তবে গুঞ্জন রয়েছে, ভবিষ্যতে নাম প্রত্যাহার করা ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা হতে পারে। অর্থাৎ, যে ক্রিকেটার আইপিএলে দলভুক্ত হওয়ার পর না খেলার সিদ্ধান্ত নেবেন, তাদের একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সংখ্যক মৌসুম নির্বাসিত করা হতে পারে।

এ বছর নাম প্রত্যাহার করার নজির দেখা গেছে দুটি। দুজনই ইংলিশ ক্রিকেটার। অ্যালেক্স হেলস জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি ও ধকলের কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৫তম আইপিএলে খেলবেন না বলে ঘোষণা দেন, যিনি পুরো মৌসুম খেললে পেতেন দেড় কোটি রুপি। এর কিছু দিন পর ২ কোটি রুপিতে নতুন দল গুজরাট টাইটান্সে দল পাওয়া জেসন রয় পরিবারের সাথে সময় কাটানোর কথা বলে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ