ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা: জয়ের ইতিহাস, তবুও দক্ষিণ আফ্রিকার স্বস্তিকর লিড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০২ ২১:৪৫:০৬
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা: জয়ের ইতিহাস, তবুও দক্ষিণ আফ্রিকার স্বস্তিকর লিড

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে শেষ দুই উইকেটে তুলেছিল ৬৯ রান। লেজের ব্যাটিং একসময় বিরক্তির উদ্রেক করেছিল বাংলাদেশ। শেষপর্যন্ত ৯ম ও ১০ম উইকেট জুটির সেই রানই গড়ে দিল দুই দলের প্রথম ইনিংসের পার্থক্য।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হলে ৬৯ রানের লিড পায় স্বাগতিক দল। ওপেনার মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ও ইতিহাস গড়া ইনিংস খেলে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৩৭ রানে। তার আগে ৩২৬ বলের মোকাবেলায় হাঁকান ১৫টি চার ও ২টি ছক্কা।

শেষ সেশনে বাংলাদেশ হারায় মেহেদী হাসান মিরাজ (২৯) ও খালেদ আহমেদকেও। খালেদের মত কোনো রান আসেনি অপরাজিত এবাদত হোসেনের ব্যাট থেকে। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন সিমন হার্মার, যিনি প্রথম চারটি উইকেটই বাগিয়ে নিয়েছিলেন। আরেক স্পিনার লিজাড উইলিয়ামস শিকার করেন তিনটি উইকেট।

৬৯ রানের লিড নিয়ে খেলতে নেমে বিনা উইকেটে ৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যদিও বাংলাদেশের ইনিংস শেষে খেলা হয়েছে মাত্র ৪ ওভার। বৃষ্টির কারণে ম্যাচ অফিসিয়ালরা দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)

টস : বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৬৭/১০ (১২১ ওভার)

বাভুমা ৯৩, এলগার ৬৭, আরউই ৪১

খালেদ ৯২/৪, মিরাজ ৯৪/৩, এবাদত ৮৬/২

বাংলাদেশ ১ম ইনিংস : ২৯৮/১০ (১১৫.৫ ওভার)

জয় ১৩৭, লিটন ৪১, শান্ত ৩৮, মিরাজ ২৯, ইয়াসির ২২

হার্মার ১০৩/৪, উইলিয়ামস ৫৪/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ৬/০ (৪ ওভার)

আরউই ৩*, এলগার ৩*

দক্ষিণ আফ্রিকার লিড ৭৫ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ