ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

গোপন তথ্য ফাঁস: দক্ষিণ আফ্রিকা নয় বাংলাদেশকে হারালো আম্পায়ার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৪ ১৭:০১:১২
গোপন তথ্য ফাঁস: দক্ষিণ আফ্রিকা নয় বাংলাদেশকে হারালো আম্পায়ার

তা উবে যেতে খুব একটা সময় লাগেনি। কেশব মহারাজের বাঁহাতি স্পিনে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের ব্যাটিং। ৩ উইকেটে ১১ রান নিয়ে দিন শুরু করে দিনের প্রথম ৫ ওভারেই আরও ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

৩৩ রানে পড়েছে সপ্তম উইকেট। টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন (৪৩, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা, ২০১৮) স্কোরে অলআউট হয়ে যাওয়ার শঙ্কা তখন চোখ রাঙাতে শুরু করেছে বাংলাদেশকে। তা অবশ্য হয়নি শেষ পর্যন্ত। তবে এই টেস্টে পরাজয় নিশ্চিত হয়ে গেছে ততক্ষণে।

বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখায় বড় ভরসার নাম ছিলেন মুশফিকুর রহিম। দলের অভিজ্ঞতম ব্যাটসম্যানকে দিয়েই শুরু হয়েছে উইকেট পতনের মিছিল। মহারাজের প্রথম বলেই স্ট্রাইক বদলেছেন নাজমুল। পরের তিন বল সামলে মুশফিক ফিরেছেন পঞ্চম বলে। আগের বল বাঁক খেয়েছে, এই বলটি ঢুকেছে। মুশফিকের ব্যাটকে ফাঁকি দিয়ে বল লেগেছে প্যাডে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি শূন্য রানে থাকা মুশফিক।

পঞ্চম বলে উইকেট পড়ার হ্যাটট্রিকের শুরুও এর মাধ্যমেই। মহারাজের পরের ওভারের পঞ্চম বলে ফিরলেন লিটন (২)। এতে অবশ্য মহারাজের কোনো কৃতিত্ব নেই, বরং লিটনের বাজে শট মিড অনে হারমারের হাতে ধরা পড়েছে।

সে তুলনায় ইয়াসিরকে আউট করা বলটি ছিল একজন বাঁহাতি স্পিনারের স্বপ্নের এক ডেলিভারি। মিডল স্টাম্পে পড়া বল ব্যাটসম্যানকে ফরোয়ার্ড ডিফেন্স করতে বাধ্য করেছে। মহারাজের বল বাঁক নিয়ে ব্যাটের পাশ ঘেঁষে বেড়িয়ে গেছে, ভেঙে দিয়েছে ইয়াসিরের (৫) অফ স্টাম্প। সেটি ছিল মহারাজের দিনের তৃতীয় ওভারের পঞ্চম বল!

পরের ওভারে সাইমন হারমারের প্রথম বলেই ছক্কা মেরে পালটা আক্রমণের হুমকি দিলেন নাজমুল। কিন্তু প্রান্ত বদল করতেই সর্বনাশ। ওভারের শেষ বলে স্লিপে কিগান পিটারসেনের হাতে ধরা পড়লেন মেহেদী হাসান মিরাজ (০)।

ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ প্রথম টেস্টের চতুর্থ দিনে অনফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই সফরকারী বাংলাদেশের পক্ষে যায়নি। আশ্চর্য নীরবতা ছিল

আম্পায়ার মারাই এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টোকের মাঝে। আইসিসিরি করোনাকালীন স্বাগতিকদের আম্পায়ারের নীতির কারণে দুই প্রোটিয়া আম্পায়ার এই ম্যাচ পরিচালনা করছেন।

কিন্তু রোববার এরাসমাস-হোল্ডস্টোক যেন স্বাগতিকদের বিরুদ্ধে আঙুল তুলতে কাঁপছেন। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে আজ প্রথম দুটি উইকেটই বাংলাদেশ তুলে নিয়েছে রিভিউ নিয়ে।

জোরালো আবেদনের পরও আম্পায়াররা আউট দেননি। এছাড়া এলগার, পিটারসেনের বিপক্ষেও এলবির আবেদনে দুইবার আম্পায়াররা আঙুল তুলেননি। অথচ রিপ্লেতে দেখা গেছে দুইবারই আউট হতেন ব্যাটসম্যান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ