ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নির্বাচকদের নজর কেড়েছেন বিজয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৫ ২২:২৪:৩৩
নির্বাচকদের নজর কেড়েছেন বিজয়

এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে পাঁচটি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি করেন বিজয়। অর্থাৎ ৯ ম্যাচের সাতটিতেই রান করেছেন পঞ্চাশের উপর। শেষ কবে এরকম ধারাবাহিক বিজয়কে দেখা গিয়েছে, তা মনে করতে বেশ কাঠ-খড় পোড়াতে হবে সবাইকে। এবারের প্রিমিয়ার লিগে বিজয়ের চেয়েও বেশি রান করেছেন নাঈম ইসলাম। তবে বিজয়ের মতো সাবলীল ব্যাটিং বোধহয় কেউ করে দেখাতে পারেনি।

ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলেছেন দ্রুতগতিতে। অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে আক্রমণাত্মক ব্যাটসম্যানদের ধারাবাহিক হতে দেখা যায় না কিংবা ধারাবাহিক ব্যাটসম্যান তুলনামূলক ধীরগতিতে খেলেন। তবে বিজয় যেন বিগত সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন। বিজয়ের প্রতিটি শটেই আত্মবিশ্বাস ফুটে উঠছে। নির্দ্বিধায় ক্যারিয়ারের শিখরে আছেন এ ব্যাটসম্যান, নির্বাচকেরা কি বিজয়কে একটি সুযোগ দিয়ে দেখতে পারেন? সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে বিজয়কে একটি সুযোগ দেওয়া যেতেই পারে। টি-টোয়েন্টিতে এখনো ওপেনিং সমস্যার সমাধান করতে পারেননি টিম ম্যানেজমেন্ট। অপরদিকে তামিম ইকবালের ও বিশ্বকাপ খেলার খুব একটা ইচ্ছা নেই। শেষ পর্যন্ত কোন ধারাবাহিক ওপেনার পাওয়া না গেলে তামিম বিশ্বকাপ খেলবেন বলে জানিয়েছিলেন। তবে তার বিশ্বাস বিশ্বকাপের আগেই ওপেনিং জুটি গুছিয়ে ফেলবেন নির্বাচকেরা। সে ক্ষেত্রে বিজয় কে রাডারে রাখতে পারেন নির্বাচকরা।

ধারাবাহিকভাবে রান তোলা,আক্রমণাত্মক ব্যাটিং এবং অতীতে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে বিজয় হতে পারেন একটি পারফেক্ট প্যাকেজ। তবে নিশ্চয়ই শুধু ঢাকা প্রিমিয়ার লিগ দেখে বিজয়কে দলে নিবেন না নির্বাচকেরা। পরবর্তী ঘরোয়া লিগে ভালো করতে হবে বিজয়কে। এছাড়া উইন্ডিজ সফরে যাওয়া বাংলাদেশ এ দলে রয়েছে বিজয়ের নাম। ওয়েস্ট ইন্ডিজে আশানুরূপ পারফর্ম করতে পারলে হয়তো আবার লাল সবুজ জার্সি গায়ে জড়াতে পারবেন এই ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে বিজয়ের ক্যারিয়ার অনেক যদি কিন্তু তে থাকলেও। নিঃসন্দেহে বিজয়ের এ পারফরম্যান্স নির্বাচকদের কিছুটা হলেও স্বস্তি দিবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ