ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

তাসকিন, রুবেল, রাহীদের নিয়ে বিসিবি ভাবনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ৩০ ২১:৩৭:১২
তাসকিন, রুবেল, রাহীদের নিয়ে বিসিবি ভাবনা

উত্তরটি না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এর অন্যতম কারণ অধিকাংশ ক্ষেত্রে বিসিবি ব্যাটসম্যানদের অগ্রাধিকার দিয়ে থাকেন। উদাহরণ হিসেবে জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়াকেও নেওয়া যেতে পারে। কোন ব্যাটসম্যানকে বাদ দেওয়ার আগে তাকে প্রচুর সুযোগ করে দেওয়া হয়।

পরবর্তীতে পারফরম্যান্স আশানুরূপ না হলে বাদ দেওয়ার সময়ও তার সাথে এ ব্যাপারে পর্যাপ্ত আলোচনা করা হয়। কিন্তু বোলারদের ক্ষেত্রে ব্যাপারটি পুরোপুরি ভিন্ন। সর্বশেষ উদাহরণ হিসেবে আবু জায়েদ চৌধুরী রাহির উদাহরণ দেওয়া যেতে পারে। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ছিলেন। দক্ষিণ আফ্রিকাতে প্র্যাকটিস ম্যাচ ও খেলেছেন উইকেট শিকার ও করেছিলেন তিনটি।

তবে লঙ্কানদের বিপক্ষে পরবর্তী সিরিজেই কোন ম্যাচ না খেলে বাদ পড়তে হয় রাহির। বাদ পড়ার সঠিক কোন ব্যাখ্যাও দেয়নি নির্বাচক প্যানেল। রুবেল হোসেনকে প্রায় একইভাবে বাদ দেওয়া হয়েছিল। বিশ্বকাপ দলে ছিলেন তবে কোন ম্যাচে সুযোগ হয়নি। পরবর্তী সিরিজেই দলের বাইরে রুবেল। এবং যথারীতি তাকেও এ ব্যাপারে কোন ব্যাখ্যা দেয়নি টিম ম্যানেজমেন্ট কিংবা নির্বাচকরা। বাংলাদেশের হয়ে অসংখ্য ঐতিহাসিক জয়ের সাক্ষী রুবেল।

সে রুবেলকে যখন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি নির্বাচকেরা, রাহীকে না দেওয়াটাই তো প্রত্যাশিত। অথচ এখানে কোন ব্যাটসম্যান হলে পুরো প্রেক্ষাপট তাই হয়তো ভিন্ন হতো। দিনের পর দিন সৌম্য সরকার লিটন কুমার দাস মোসাদ্দেক হোসেন সৈকত মোহাম্মদ মিঠুন এর মত ব্যাটসম্যানদের অজস্র সুযোগ সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিশ্চিতভাবে এর কিছু ফলাফল পেয়েছে বাংলাদেশ। লিটন এখন শুধু বাংলাদেশেরই নয় বিশ্বেরই অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান।

সবমিলিয়ে বোলারদের ব্যাটসম্যানদের তুলনায় কিছুটা ছোট চোখে হয়তো দেখছেন বিসিবি। এর কারণটা অনুমান করা আসলেই খুব কঠিন। কেন বিসিবির মত পেশাদার একটি ক্রিকেট বোর্ড এরকম তুচ্ছ একটি বিষয় ধরতে পারছেন না। টাইগারদের পেস বোলিংয় আক্রমণ এখন বেশ সমৃদ্ধ। তবে এভাবেই যদি কারণ ছাড়া পেস বোলারদের দল থেকে বাদ দেওয়া হয়। তাহলে খুব শীঘ্রই আবারো আগের স্থানে ফিরে যাবে বাংলাদেশের পেস আক্রমণ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ