ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আউট, আউট, আউট, নাঈমের আরও ‘২’ শিকার, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৬ ১২:১০:০৬
আউট, আউট, আউট, নাঈমের আরও ‘২’ শিকার, দেখেনিন সর্বশেষ স্কোর

৪ উইকেটে ২৫৮ রান নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা দৃঢ়তা দেখিয়েছে দিনের শুরুতে। খালেদ আহমেদের বলে লিটন দাসের তালুবন্দী হয়ে ম্যাথিউস সাজঘরে ফেরার উপক্রম হলেও বাংলাদেশের কেউ আবেদন না করায় ভেস্তে যায় বড় শিকারের সুযোগ।

এরপর দীর্ঘক্ষণ হতাশা নিয়েই বল করে যেতে হয়েছে বাংলাদেশকে। সেশনের শেষ ভাগে বাংলাদেশ জোড়া উইকেটের দেখা পায় দীর্ঘদিন পর একাদশে ফেরা নাঈম হাসানের হাত ধরে, যিনি প্রথম দিন আরও দুটি উইকেট শিকার করেছেন।

পঞ্চম উইকেটে ১৩৬ রানের দারুণ জুটি গড়ে দীনেশ চান্দিমাল বিদায় নেন। নাঈমের এলবিডব্লিউয়ের শিকার হওয়ার আগে অর্ধশতক হাঁকিয়ে ৬৬ রান করেন ১৪৮ বলের মোকাবেলায়। ক্রিজে এসে থিতু হতে পারেননি নিরোশাণ ডিকওয়েলা। ৩ বলে ৩ রান করে বোল্ড হন নাঈমের বলে।

প্রথম সেশনে এসেছে মোট ৬৯ রান। ২৮৮ বল মোকাবেলায় ১৪৭ রান করে অপরাজিত আছেন ম্যাথিউস। তার ইনিংসে আছে ১৮টি চার ও ১টি ছক্কা। ৭ বলে ১ রান করে ক্রিজে তার সঙ্গী রমেশ মেন্ডিস।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিনের ১ম সেশন শেষে)

টস : শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩২৭/৬ (১১৬ ওভার)

ম্যাথিউস ১৪৭*, চান্দিমাল ৬৬, কুশল ৫৪

নাঈম ৮৭/৪, সাকিব ৪৪/১, তাইজুল ৯১/১

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ