ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নাঈমের পর জোড়া শিকার সাকিবের, অল আউটের পথে শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৬ ১২:৫১:৪৮
নাঈমের পর জোড়া শিকার সাকিবের, অল আউটের পথে শ্রীলঙ্কা

একই ওভারে আবারও আঘাত হানেন নাঈম। নতুন ব্যাটার নিরশন ডিকভেলাকে পঞ্চম বলে বোল্ড করে ৩ রানে ফেরান সাজঘরে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান। বিরতি থেকে ফেরার পর প্রথম ওভারের দ্বিতিয় বলেই সাকিব তুলে নেন রমেশ মেন্ডিসকে। মাত্র ১ রান করা রমেশ হন ক্লিন বোল্ড।

পরের বলে আবারও উইকেট নেন সাকিব। এবার শিকার নতুন ব্যাটার লাসিথ এম্বুলডনিয়া। এলবির আবেদনে সাআড় দেন আম্পায়ার। রিভিউ নিলে বাঁচতে পারেননি লাসিথ। হ্যাট্রিকের দারুণ সুযোগ পেলেও পরের বলতা ফিরিয়ে দেন আভিষ্কা ফার্নান্দো।

মধ্যাহ্ন বিরতির পর শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৩৩০ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত রয়েছেন ১৪৯ রানে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ