ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

মদিনায় পৌঁছেই সেজদায় লুটিয়ে পড়লেন একজন নারী হজযাত্রী

ধর্ম ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৫ ২০:৩৫:০৪
মদিনায় পৌঁছেই সেজদায় লুটিয়ে পড়লেন একজন নারী হজযাত্রী

হজের উদ্দেশ্যে মহানবী (সা.) এর প্রাণের শহর পবিত্র মদিনায় পৌছতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন ইন্দোনেশিয়ান এক নারী হজ যাত্রী। ইন্দোনেশিয়ান ওই নারী হজ যাত্রীর জন্য একটি মূল্যবান মুহূর্ত। যিনি তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং তার চোখের পানি ধরে রাখতে পারেননি, তাই তিনি মদীনা শহরের বিমানবন্দরে পৌঁছেই মহান আল্লাহ তায়ালাকে ধন্যবাদ জানিয়ে সেজদা করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এবার ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশিসংখ্যক মুসল্লি এক লাখ ৫১ জন হজে অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে একজন ওই নারী হজযাত্রী। যিনি কিনা হজ করতে এসে মদীনা শহরের বিমানবন্দরে পৌঁছেই আবেগ ধরে রাখতে পারেন নি। মহান রবের প্রশংসায় সেজদায় লুটিয়ে পড়েন।

হারামাইন শরিফাইন ফেসবুক পেইজে ছবিটি শেয়ার করা হয়। ছবিটিতে ৫৭ হাজার লাইক, ২২০০ কমেন্ট এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বার শেয়ার করা হয়।

একজন কমেন্ট করেন, মাশাআল্লাহ আমি তাকে অনুভব করছি। মদিনা এবং মক্কায় প্রথম অবতরণ করার সময় আমি এটি অনুভব করেছি। আল্লাহ তাকে আশীর্বাদ করুন, তাকে সুস্বাস্থ্য দান করুন এবং ইবাদাত হজের সময় তাকে রক্ষা করুন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ