ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ডে বিপক্ষে ২য় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৩ ০৯:৫৫:৩২
ইংল্যান্ডে বিপক্ষে ২য় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

ঘরের মাঠে গত ছয় বছর সিরিজ হারেনি বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি এক প্রকার বাঁচা মরার লড়াই বাংলাদেশের জন্য। তবে প্রতিপক্ষ যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেটি প্রথম ম্যাচে বুঝিয়ে দিয়েছে থ্রি লায়নরা। তাইতো সিরিজ জিততে হলে একাদশে পরিবর্তনের থেকে বেশি গুরুত্বপূর্ণ একাদশে যারা সুযোগ পাবেন তাদেরকে জ্বলে ওঠা।

তাইতো আজকের ম্যাচের একাদশে পরিবর্তনের আভাস খুবই কম। তবে প্রথম ম্যাচের উইকেটে খেলা হলে প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। আর যদি স্পোর্টিং উইকেটে খেলা হয় তাহলে একজন স্পিনারের পরিবর্তে একজন ফাস্ট বোলার একাদশে দেখা যাবে।

সেক্ষেত্রে তাইজুল ইসলামের জায়গায় দেখা যেতে পারে এবাদত হোসেন অথবা হাসান মাহমুদের মধ্যে যেকোনো একজন। এছাড়া একাদশে পরিবর্তনের আর কোন সম্ভাবনা নেই। তবে ব্যাটিং পজিশনে কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে যেমন শান্ত ওপেনিং-এ ফেরার সম্ভবনা অনেক বেশি। সে ক্ষেত্রে তিনে দেখা যাবে লিটন দাসকে।

আজকের ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ