তিন বিয়ের পর শ্রাবন্তী বললেন আর বিয়ে করবেন না

তার কপালে জনপ্রিয়তা কিংবা প্রশংসা কম জোটেনি। সিনেমায় অভিনয়ের জন্য যত প্রশংসা পান, ব্যক্তি জীবনের নানা কর্মকাণ্ডে তার চেয়ে বেশি বিতর্ক-সমালোচনা তাকে ঘিরে থাকে। একাধিক বিয়ে, সম্পর্কের জেরে বারবার ট্রলের কেন্দ্রবিন্দু হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু ক্যারিয়ারের দুই যুগে এটুকু অন্তত শিখে গেছেন কীভাবে নেতিবাচকতা এড়িয়ে নিজের কাজের মধ্যে ডুকে থাকতে হয়।
ক্যারিয়ারের শুরুর দিকে ২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন শ্রাবন্তী। সেই সংসার টিকেছিল ২০১৬ অব্দি। এক সন্তানের সংসারটি বিচ্ছিন্ন করেন তারা। অতঃপর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন হুট করেই। সেই ঘর এক বছরও টেকেনি। দু’বছর যেতে না যেতে ফের বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। রোশান সিং নামের এক ব্যক্তির সঙ্গে গড়া সেই সংসারও এক বছরের মাথায় (২০২০) ভেঙে যায়। এখনও চলছে এই বিচ্ছেদের মামলা।
শ্রাবন্তী জানান, ভালবাসতে হবে মন থেকে। ‘ফেক’ লোকজন নিতে পারি না। আগে বুঝতে পারতাম না। এখন নিমেষে ধরে ফেলি। এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম।
এখন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা বলিউডে কাজ করছেন। তারও ইচ্ছে আছে মুম্বাই ইন্ডাট্রিতে কাজ করার। তার ভাষ্য, অভিনেত্রী হিসাবে ইচ্ছে তো হয়। বেশ কয়েক বছর আগে বলিউড থেকে প্রস্তাব আসে। তবে কাজটা করা হয়নি। ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে। আসলে টলিউডেই এত ব্যস্ত থাকি যে সে ভাবে ভেবে দেখার সুযোগ হয়নি।
অভিনেত্রী হিসাবে টলিউডে দুই যুগ পার করেছেন তিনি। আরও ছকভাঙা নতুন নতুন চরিত্রে কাজ করতে চান। জানালেন, ‘অনেক ধরনের চরিত্রই করছি। তবে আমার খিদে প্রচুর। আসলে আমি একটু ছকভাঙা চরিত্রে অভিনয় করতে চাই। ‘ড্রিম গার্ল’ ছবিতে যেমন আয়ুষ্মান খুরানা নারীচরিত্রে অভিনয় করেছেন। আমি তো এমনিতেই ছেলেদের মতো কথা বলতে পারি। এমন কোনও চরিত্র যদি পাই যাতে দর্শক আমায় ভাবতেই পারেন না, তা হলে দারুণ হবে!
সম্প্রতি জীতু কমল এবং পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে শ্রাবন্তীর প্রেমের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা চলছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, আমি বুঝতে পারি না এগুলো কারা রটায়! কোনও পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেউ আমার বিচার করতে পারেন না। শুভ্রজিৎদার সঙ্গে ‘দেবী চৌধুরাণী’র মতো এত বড় ছবি করছি বলে অনেকের মনে হতে পারে, পরিচালকের সঙ্গে সম্পর্কের খাতিরে কাজ পেয়েছি। সেটা একদম ভুল ধারণা। আমি তো সদ্য এই ইন্ডাস্ট্রিতে আসিনি! শুভ্রজিৎদা নিশ্চয়ই কোনও স্পার্ক দেখতে পেয়েছে বলেই এই প্রস্তাব দিয়েছে। আমি কিন্তু বরাবরই এই ধরনের ছবি করার কথা ‘ম্যানিফেস্ট’ করতাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের রাজনীতি নতুন মোড়: সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- সেনাবাহিনী প্রধানের নতুন ঘোষণা, যা বললেন তিন বাহিনী প্রধান
- শুরু বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: ম্যাচটি লাইভ দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- প্রকৌশল খাতের ৫ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি
- বিদেশি বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে চার কোম্পানির শেয়ার
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- সিমটেক্স লুটেপুটে খাচ্ছে পিকে হালদার চক্র : আইপিওর পরে মুনাফায় ধস
- বিক্রেতা সংকট: সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়ে হল্টেড ৮ কোম্পানি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম নেপাল লড়াই: ম্যাচটি লাইভ দেখার সহজ উপায়
- ‘বি’ ক্যাটাগরির শেয়ারে চমক
- আজকের সকল দেশের টাকার রেট(১৮ আগস্ট ২০২৫)
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে