ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দক্ষিণ আফ্রিকাকে স্বল্প রানের টার্গেট দিল পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ অক্টোবর ২৭ ১৮:২১:৪৮
দক্ষিণ আফ্রিকাকে স্বল্প রানের টার্গেট দিল পাকিস্তান

বিশ্বকাপে বাবর আজমের পিঠ দেয়ালে হেলে পড়েছে। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের জায়গা অনিশ্চিতের পথে। বিশ্বকাপের প্রথম পর্বে বাকি চার ম্যাচের একটিতে হারলে বিদায় নিতে হবে পাকিস্তানের।

চলমান বিশ্বকাপের অন্যতম সেরা দল দক্ষিণ আফ্রিকা। আজ তাদের বিপক্ষে এমন কঠিন সমীকরণের মুখোমুখি হবে পাক বাহিনি। আসরের ২৬ তম ম্যাচে চেন্নাইয়ে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে এই দুই দল। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে কীভাবে জয়ে ফিরবে পাকিস্তান পাকিস্তান? পূর্বের ম্যাচ গুলর দিকে তাকালে এই ভাবনা ভাবায় পাক সমর্থকদের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। টসের সময় বাবর বলেন তাদের একাদশে দুই পরিবর্তন করেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর পাকিস্তান ৪৬,৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেন। দক্ষিন আফ্রিকার সামনে ২৭১ রানের টার্গেট।

পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি ও লিজাড উইলিয়ামস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ