পাকিস্তানের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করলো পিসিবি

পাকিস্তান ক্রিকেটে নতুন হাওয়া বইছে। বিশ্বকাপের পর পুরো ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিবর্তন করা হয়। একটু অবাক হলেও সত্যি- কিছুদিন আগে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা এই ক্রিকেটাররা জাতীয় দলের দায়িত্বে বসেছেন। এবার পাকিস্তানের হয়ে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দুই বোলার উমর গুল ও সাঈদ আজমলকে বোলিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ফাস্ট বোলার ও স্পিনারদের প্রশিক্ষণ দেবেন গুল ও আজমল।
আগামী বছরের ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ এবং ৭ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। গুল-আজমলের ডিউটি শুরু হবে এই দুই সিরিজ দিয়ে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের বোলিং কোচ ছিলেন গুল।
তদুপরি, এই প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার পিএসএল দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং তারপর আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ ছিলেন। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে গুলের অভিষেক হয়। ২০১৬ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে, তিনি পাকিস্তানের হয়ে ৪৭ টেস্টে ১৬৩ উইকেট, ১৩০টি ওয়ানডেতে ১৭৯ উইকেট এবং ৬০টি টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট নিয়েছিলেন।
নতুন করে জাতীয় দলের ‘মেন ইন গ্রিন’দের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ৪১ বছর বয়সী গুল বলেন, ‘পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত খুশি এবং সম্মানিত বোধ করছি। আমাকে দেশের ক্রিকেটের উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দেওয়ায় পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের প্রতি কৃতজ্ঞতা। এর আগেও ছেলেদের দলটির সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা রয়েছে, আমার লক্ষ্য এই দফায় পেস বিভাগকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া।
এদিকে জাতীয় দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকা সাঈদ আজমল ছিলেন প্রথম এক নম্বর ওয়ানডে বোলার। ২০০৮ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হওয়া এই অফ স্পিনার ৩৫টি টেস্ট, ১১৩টি ওয়ানডে এবং ৬৪টি টি-টোয়েন্টিতে ৪৪৭টি উইকেট নিয়েছেন। এরপর পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের স্পিন বোলিং কোচ ছিলেন ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পেয়ে পাকিস্তানকে ‘স্পিনারদের সমৃদ্ধ ভান্ডার’ উপহার দেওয়ার প্রত্যয় আজমলের কণ্ঠে, ‘এই দায়িত্ব দেওয়ার মাধ্যমে পিসিবি আমাকে অনেক সম্মানিত করেছে, তাই তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। জাতীয় দলের স্পিন বিভাগের উন্নয়নে কাজ করার সুযোগ পাওয়ায় আমি অনেক আনন্দিত। আমার বিশ্বাস— ক্রিকেট ক্যারিয়ার এবং অতীত কোচিংয়ের অভিজ্ঞতা জাতীয় দলেও স্পিনারদের নিয়ে সমৃদ্ধ ভান্ডার গড়ে তুলতে সাহায্য করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর, বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- একটিমাত্র চুক্তিতেই যেভাবে ভাগ্য ফিরল মিরাকলের
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- রাতে ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বিদেশি বিনিয়োগের ঝলকানি: ৬ কোম্পানিতে বাড়ছে বহুজাতিকদের আস্থা
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়
- ভারত ম্যাচের আগে তারকা ক্রিকেটারকে হারালো বাংলাদেশ
- শেয়ারবাজারে প্রতারণা: গোপন কারসাজিতে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা!
- 'বি' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে অবনমন এক কোম্পানির শেয়ার
- আয় বৃদ্ধি সত্ত্বেও ডিভিডেন্ড অপরিবর্তিত:বিনিয়োগকারীরা হতাশ
- আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: টাইগারদের একাদশে দুই পরিবর্তন
- কাল দুটি কোম্পানির গুরুত্বপূর্ণ এজিএম, আসতে পারে ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত
- এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল: এক নজরে জানুন বাংলাদেশের অবস্থান
- এনবিআর-বিএসইসি'র ভুল সিদ্ধান্তে শেয়ারবাজারে বিপর্যয়