ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের বিশাল ক্ষতি হতো, এমনটাই দাবি পাক ক্রিকেটারের

বিশ্বকাপ চলাকালীন প্রাক্তন পাকিস্তান অলরাউন্ডার আব্দুল রাজ্জাক বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। যদিও পরে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয় ক্রিকেটের জন্য ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে আবদুল রাজ্জাক খুব খুশি মনে হচ্ছে।
রবিবার আহমেদাবাদের নরেন্দ মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত ২৪০ রান করে। অস্ট্রেলিয়ানরা ব্যাট করতে নামলে ভারতীয় বোলাররা চাপ তৈরি করে। ৪৭ রানে তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তারপরও ম্যাচ জিততে পারেনি ভারত। ট্র্যাভিস হেড এবং মারনাস লাবুশরানের জুটি ভারতকে ম্যাচ থেকে বাদ দিয়েছে।
পাকিস্তানের টিভি চ্যানেলের 'হাসনা মানা হ্যায়' অনুষ্ঠানে আবদুর রাজ্জাককে বলতে শোনা গিয়েছিল: 'আসলে আজ ক্রিকেট জিতেছে। তারা নিজেদের মতো করে কন্ডিশন ব্যবহার করবে, সুবিধা নিয়ে খেলা জিতবে, এটা হতে পারে না। আজকের ম্যাচে ভারত জিতলে ক্রিকেটের জন্য মোটেও ভালো হতো না। ক্রিকেটের মজাটাই নষ্ট হয়ে যেত।
তিনি আরও বলেন, ‘যারা সাহসী, যারা শক্তিশালী, যারা চেষ্টা করে এবং নির্দিষ্ট দিনে প্রতিপক্ষকে হারিয়ে দেয়, ক্রিকেট সব সময় তাদের সঙ্গেই থাকে। ওরা পরিবেশকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে জিতত। তাই এটা ভেবে খুশি হয়েছি যে ভারত জেতেনি। কিছু তো আছেই ওদের পিচে। আমার মনে হয়, একদম তরতাজা পিচে খেলা হওয়া উচিত ছিল। দুটো দলেরই তাতে সুবিধা হত। ফাইনালেও ভারত নিজেদের সুবিধা মতো পিচ বানিয়েছিল। যদি কোহলি শতরান করে দিতো তাহলে ভারতও বিশ্বকাপে জিতে যেত।’
এর আগে ঐশ্বরিয়া রায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্জাক। বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্জাক, উমর গুল, শহিদ আফ্রিদিরা। সেখানেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একহাত নেন রাজ্জাক।
সাবেক অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেলল, তা নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে চারদিকে। আমার মনে হয়, ক্রিকেটারদের উন্নতির চেষ্টাই করে না পাকিস্তান বোর্ড। আমি যদি ভাবি যে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, তারপর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কী কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে, আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’
তবে হাস্যরসের মধ্যে ঐশ্বরিয়ার নাম বলে ফেলে যে বিতর্ক জন্ম দিয়েছেন রাজ্জাক তা পরে বুঝতে পারেন। এভাবে বলাটা যে ঠিক হয়নি, তাই ওই টিভি চ্যানেলের মাধ্যমেই দুঃখ প্রকাশ করে নিয়েছিলেন। তিনি বলেন, ‘আগেরদিন আমরা ক্রিকেট ও কোচিং নিয়ে কথা বলছিলাম। ওই সময় ভুল করে আমি ঐশ্বরিয়ার রায়ের নাম নিয়ে ফেলি। আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। পুরোটাই ভুল করে হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে তার (ঐশ্বরিয়া) কাছে ক্ষমা চাইছি। কারও ভাবাবেগে আঘাত করার কোনও ইচ্ছা আমার ছিল না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর, বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- একটিমাত্র চুক্তিতেই যেভাবে ভাগ্য ফিরল মিরাকলের
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- রাতে ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বিদেশি বিনিয়োগের ঝলকানি: ৬ কোম্পানিতে বাড়ছে বহুজাতিকদের আস্থা
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়
- ভারত ম্যাচের আগে তারকা ক্রিকেটারকে হারালো বাংলাদেশ
- শেয়ারবাজারে প্রতারণা: গোপন কারসাজিতে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা!
- 'বি' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে অবনমন এক কোম্পানির শেয়ার
- আয় বৃদ্ধি সত্ত্বেও ডিভিডেন্ড অপরিবর্তিত:বিনিয়োগকারীরা হতাশ
- আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: টাইগারদের একাদশে দুই পরিবর্তন
- কাল দুটি কোম্পানির গুরুত্বপূর্ণ এজিএম, আসতে পারে ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত
- এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল: এক নজরে জানুন বাংলাদেশের অবস্থান
- এনবিআর-বিএসইসি'র ভুল সিদ্ধান্তে শেয়ারবাজারে বিপর্যয়