সামনে আসলো আইপিএলের দামী দল, কলকাতা যত নাম্বার

গত ১৫ বছরে আইপিএলের জনপ্রিয়তা যেমন বেড়েছে, প্রতিযোগিতার ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে। ২০০৮ সাল থেকে আইপিএল ব্র্যান্ডের মূল্য ৪৩৩% বৃদ্ধি পেয়েছে এবং এখন ভারতীয় মুদ্রায় ৮৯ হাজার কোটিতে দাঁড়িয়েছে। আইপিএলে খেলা দলগুলোর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি। এরপরই রয়েছে চেন্নাই সুপার কিংস। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই ও চেন্নাই। অবশ্যই তাদের অনেক স্পনসর আছে। সমর্থকের সংখ্যাও বেশি। মুম্বাইয়ের মুখ রোহিত শর্মা। মুকেশ আম্বানির দলের ব্র্যান্ড ভ্যালু এখন ৭২২ মিলিয়ন। চেন্নাইয়ের মুখ মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের ব্র্যান্ড ভ্যালু প্রমাণ করে যে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সত্ত্বেও তার জনপ্রিয়তা কমেনি। মুম্বাইয়েও পিছিয়ে নেই তারা। চেন্নাইয়ের ব্র্যান্ড ভ্যালু ৬৭২ কোটি টাকা।
ট্রফি জয়ের সংখ্যায় তিন নম্বরে কেকেআর। দু’বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকেও তারা তিন নম্বরে। কেকেআরের মুখ শাহরুখ খান। তাঁকে দেখেই আসেন স্পনসরেরা। কলকাতার ব্র্যান্ড ভ্যালু ৬৫৫ কোটি টাকা। চার নম্বরে আরসিবি। কোনও বার ট্রফি জিততে না পারলেও তাদের ব্র্যান্ড ভ্যালু খুব একটা কমেনি। কারণ, তাদের মুখ বিরাট কোহলি। বেঙ্গালুরুর এই দলের ব্র্যান্ড ভ্যালু ৫৮১ কোটি টাকা।
প্রথম বার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। দ্বিতীয় বার রানার্স হয়েছে তারা। ফলে দু’বছরেই ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিয়েছে তারা। গুজরাতের ব্র্যান্ড ভ্যালু ৫৪০ কোটি টাকা। ষষ্ঠ স্থানে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। তারাও কোনও বার চ্যাম্পিয়ন হয়নি। রাজধানীর দলের ব্র্যান্ড ভ্যালু ৫৩১ কোটি টাকা।
সাত নম্বরে রাজস্থান রয়্যালস। আইপিএলে প্রথম বার চ্যাম্পিয়ন হলেও তার পর থেকে আর ট্রফি জিততে পারেনি তারা। সঞ্জু স্যামসনের দলের ব্র্যান্ড ভ্যালু ৫১৪ কোটি টাকা। তার পরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তারাও এক বারের চ্যাম্পিয়ন। দক্ষিণের এই দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯৮ কোটি টাকা।
নবম স্থানে রয়েছে আইপিএলের আর একটি নতুন দল লখনউ সুপার জায়ান্ট। তাদের মালিক বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা। লোকেশ রাহুলের নেতৃত্বে খেলা এই দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯০ কোটি টাকা। সবার শেষে রয়েছে পঞ্জাব কিংস। প্রীতি জিন্টার দলের ব্র্যান্ড ভ্যালু ৩৭৪ কোটি টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শোক সংবাদ: মারা গেলেন মুফতি আহমদুল্লাহ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন: ডিএসইর রেকর্ড ডেট প্ল্যান!
- 'জেড' থেকে 'এ' ক্যাটাগরি ও 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর দুই কোম্পানির শেয়ার
- আজকের খেলার সময়সূচি: শ্রীলঙ্কা বনাম হংকং
- দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
- ৫ কোম্পানির শেয়ার কারসাজি: ৩ ব্যক্তিকে দেড় কোটি টাকা জরিমানা বিএসইসির
- বেতন বাড়লো! সরকারি কর্মীদের জন্য নতুন পে-স্কেল
- এক কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বিনিয়োগকারী সতর্ক! ৮ কোম্পানির প্রভাবে শেয়ারবাজারে ধস
- ৫২৫ শতাংশ লভ্যাংশ পেল বিনিয়োগকারীরা
- 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর এক কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে চমক: দুই ফার্মায় ছুটছে বিনিয়োগ!
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- পুঁজিবাজারে ডিজিটাল জালিয়াতি: বিএসইসি-এনটিএমসি'র যৌথ উদ্যোগ
- শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারলো বাংলাদেশ, এশিয়া কাপের গ্রুপ পর্বে হোঁচট