বাশারকে হারিয়ে জিতে গেলো নান্নু

বিজয়ের ঐতিহ্য অনুসরণ করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারো প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় শহীদ মোশতাক ও শহীদ জুয়েল একাদশ। সাবেক বাংলাদেশি ক্রিকেটারদের পদচারণায় ব্যস্ত মিরপুরের হোম অব ক্রিকেট। ম্যাচে ফয়সাল হোসেন ডিকেন্সের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে শহীদ জুয়েল একাদশ সাত উইকেটে শহীদ মোশতাককে পরাজিত করে।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে সাত উইকেটে ১২৯ রান সংগ্রহ করে শহীদ মোশতাক একাদশ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান দলের হয়ে ইনিংসে ৩৫ রান করেন। ২৬ বলে এই ইনিংসটি খেলেন মারমুখি। ছয়টি চার ও একটি ছক্কা মেরে দলের দুর্দান্ত সংগ্রহে নেতৃত্ব দেন তিনি।
এ ছাড়া ১৪ বলে ২৩ রান করে দেশের ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। এহসানুল হক সেজান, হাবিবুল বাশার সুমন এবং নিয়ামুর রশিদ রাহুল তিন জনই ১৪ রান করে সংগ্রহ করেন। শহীদ জুয়েল একাদশের হয়ে ২১ রান খরচায় দুই উইকেট নেন জাভেদ ওমর বেলিম।
রান তাড়া করতে নেমে খুব বেশি ভাল শুরু হয়নি শহীদ জুয়েল একাদশের। জাভেদ ৬ বলে ৫, মোহাম্মদ রফিক ১১ বলে ১৮ এবং মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। ৬৯ রানের মধ্যে তিন উইকেট হারায় শহীদ জুয়েল একাদশ। তিন উইকেটের মধ্যে দুটি উইকেট নেন আব্দুর রাজ্জাক।
এরপর আর উইকেট হারায়নি তারা। ফয়সাল হোসেন ডিকেন্সের ৪৩ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৬৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১ ওভার হাতে রেখেই ম্যাচ জেতে শহীদ জুয়েল একাদশ। তাকে সঙ্গ দিয়েছেন ডলার মাহমুদ। ১৬ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন ডলার। ম্যাচ সেরা নির্বাচিত হন ডিকেন্স।
শহীদ মোশতাক একাদশ- মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান সুমন, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দীন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহম্মদ আলী।
শহীদ জুয়েল একাদশ- জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জিএস হাসান তামিম, ডলার মাহমুদ, রবিউল ইসলাম, ফাহিম মুন্তাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এ এস এম রকিবুল হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- SSC Board Challenge Result 2025: কবে ও কোথায় দেখবেন বিস্তারিত
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ স্কোয়াডের ১৪ জন প্রায় নিশ্চিত
- বাজারে শেয়ার ছাড়ছে সরকার, ইউনিলিভার ও সানোফি আলোচনায়
- ৬৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- ১৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন: কার আয় বেড়েছে, কার লোকসান
- কলেজ ভর্তি ২০২৫: আজ আবেদন শুরু, কলেজ পছন্দের নিয়ম জেনে নিন
- আজ প্রকাশিত হবে ১৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- গোপনে গেরিলা প্রশিক্ষণ, ঢাকায় দখল পরিকল্পনায় সক্রিয় আওয়ামী লীগ
- শেয়ারবাজারে ৭ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আজকের সকল দেশের টাকার রেট(২৬ জুলাই ২০২৫)
- হলি ক্রস কলেজ একাদশ শ্রেণির ভর্তি ২০২৫: আবেদনের সময় ও পরীক্ষা সূচি