মুম্বইয়ের নেতৃত্ব হারানো রোহিতকে দলে নিতে হঠাৎ আগ্রহ সৌরভের

রোহিত শর্মা ১০ বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিচ্ছেন। এবার তা সরিয়ে দিল মুম্বাই। তখনই দিল্লি ক্যাপিটালস রোহিতকে নিতে আগ্রহ দেখিয়েছিল। তারা একজন অধিনায়ক খুঁজছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। দিল্লি ক্যাপিটালস তাৎক্ষণিকভাবে তাকে সই করতে আগ্রহ দেখিয়েছে। হার্দিক পান্ডিয়া এখন মুম্বাই দলের নেতা। তাই রোহিতকে তাদের দলের অধিনায়ক করার ভাবনা নিয়ে আসে দিল্লি। তারা মুম্বাইয়ের সাথে যোগাযোগ করে। কিন্তু মুম্বাই রোহিতকে যেতে দিতে রাজি হয়নি।
দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান থাকার সময় রোহিতকে দেশের অধিনায়ক হতে রাজি করিয়েছিলেন। এ বার আইপিএলের দলে রোহিতকে নেওয়ার চেষ্টা করেছিলেন সৌরভেরা। কিন্তু সফল হবেন না বলেই মনে করা হচ্ছে। মুম্বই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলেও, দল থেকে বাদ দিতে রাজি নয়। পাঁচ বারের আইপিএলজয়ী অধিনায়ককে ওপেনার হিসাবেই দলে চাইছে মুম্বই।
দিল্লি দলে অধিনায়কের অভাব। ঋষভ পন্থ খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গাড়ি দুর্ঘটনার পর তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন থাকবে। গত বারের ব্যর্থতার পর ডেভিড ওয়ার্নারকেও অধিনায়ক রাখতে চাইছে না দিল্লি। এমন অবস্থায় রোহিতকে দলে পেলে নেতৃত্বের চিন্তা দূর হত সৌরভদের। কিন্তু তা আপাতত হচ্ছে না।
হার্দিককে দলে নেওয়ার জন্য ক্যামেরন গ্রিনকে ছাড়তে হয়েছে মুম্বইকে। এর পর রোহিতকেও ছাড়তে রাজি নয় তারা। পাঁচ বারের আইপিএলজয়ী দলকে রোহিতও ছাড়বেন কি না সেই প্রশ্ন রয়েছে। মুম্বইয়ের ঘরের ছেলে রোহিত। তিনি সেই শহর ছেড়ে দিল্লিতে চলে যেতে রাজি হবেন না বলেই মনে করছেন অনেকে। যদিও আইপিএলের শুরুতে ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন রোহিত। সেই সময় যদিও তিনি তরুণ ক্রিকেটার। ভারত অধিনায়ক আইপিএলে নেতৃত্বের মুকুট খুলে রাখলেও নিজের শহরের জার্সিটাই পরতে চাইবেন। তাই সৌরভদের আপাতত নেতৃত্বের জট কাটছে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শোক সংবাদ: মারা গেলেন মুফতি আহমদুল্লাহ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন: ডিএসইর রেকর্ড ডেট প্ল্যান!
- 'জেড' থেকে 'এ' ক্যাটাগরি ও 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর দুই কোম্পানির শেয়ার
- আজকের খেলার সময়সূচি: শ্রীলঙ্কা বনাম হংকং
- দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
- ৫ কোম্পানির শেয়ার কারসাজি: ৩ ব্যক্তিকে দেড় কোটি টাকা জরিমানা বিএসইসির
- বেতন বাড়লো! সরকারি কর্মীদের জন্য নতুন পে-স্কেল
- এক কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বিনিয়োগকারী সতর্ক! ৮ কোম্পানির প্রভাবে শেয়ারবাজারে ধস
- ৫২৫ শতাংশ লভ্যাংশ পেল বিনিয়োগকারীরা
- 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর এক কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে চমক: দুই ফার্মায় ছুটছে বিনিয়োগ!
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- পুঁজিবাজারে ডিজিটাল জালিয়াতি: বিএসইসি-এনটিএমসি'র যৌথ উদ্যোগ
- শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারলো বাংলাদেশ, এশিয়া কাপের গ্রুপ পর্বে হোঁচট