মুস্তাফিজকে যত দিনের জন্য দলে পাবে চেন্নাই

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ। হায়দরাবাদ থেকে মুম্বই থেকে রাজস্থান। সেখান থেকে দিল্লি সফরের পর চেন্নাইয়ে স্থায়ী হন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে এই বাংলাদেশি বোলারকে নিয়ে খুব বেশি কিছু বলা না গেলেও প্রতিবারই দলকে জিতিয়েছেন তিনি।
যদিও বিগত কয়েক বছরে মুস্তাফিজ আইপিএলে থেকেছেন নিজের ছায়া হয়ে। এরপরেও তাকে পেতে আগ্রহী হয়েছে কোনো না কোনো দল। সেই চক্রে এবার মুস্তাফিজের ঠিকানা হলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ে। তবে বাংলাদেশের এই তারকাকে ঠিক কতটা ম্যাচের জন্য পাওয়া যাবে তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েই যায়।
শঙ্কার শুরুটা মূলত অন্য দুই পেসারের সূত্র ধরে। দুবাইয়ের মিনি নিলামের জন্য নিবন্ধিত ছিলেন বাংলাদেশের তিন পেসার। মুস্তাফিজ ছাড়াও ছিলেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তবে একেবারেই শেষ সময়ে সরিয়ে নেওয়া হয় তাদের নাম। এর পেছনে যৌক্তিক ব্যাখ্যাও আছে। এর আগেও তাসকিন আহমেদের আইপিএল খেলার সম্ভাবনা থাকলেও দেশের হয়ে খেলার জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
গত আসরে পাওয়া যায়নি সাকিব আল হাসান কিংবা লিটন দাসকেও। স্বাভাবিকভাবেই আরো একবার ফ্র্যাঞ্চাইজ এই লিগের সময় দেশের খেলার সূচি নিয়ে প্রশ্ন উঠেছে।
আসন্ন ২০২৪ সালের আইপিএলের জন্য যথারীতি মার্চের শেষ সপ্তাহ থেকে সম্ভাব্য স্লট নির্ধারিত করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এসময় প্রায় সকলে দেশেরই জাতীয় পর্যায়ের খেলা বন্ধ। যদিও এরমাঝে ব্যতিক্রম বাংলাদেশ।
আইপিএলের নিলামে থাকছেন না তাসকিন-শরিফুল
নিজস্ব ফ্র্যাঞ্চাইজ লিগ বিপিএলের কথা মাথায় রেখে এরইমাঝে ফেব্রুয়ারি-মার্চে নির্ধারিত লঙ্কান দলের সফর পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টুয়েন্টির এই সিরিজ খেলতে বেশ লম্বা সময়ের দরকার হবে। টেস্টে না থাকলেও সাদা বলের খেলায় ফিজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের মাটিতে সেই সিরিজে তাকে নিশ্চিতভাবেই পেতে চাইবে বিসিবি।
এপ্রিলেই আবার দুই টেস্ট এবং ৫ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশে সফর করবে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে সেই সিরিজেও মুস্তাফিজের জন্য অপেক্ষা করবে টাইগার শিবির। মূলত এই দুই সিরিজের কথা মাথায় রেখেই বিসিবি তাসকিন এবং শরীফুলকে সরিয়ে রেখেছে। যেহেতু তাদের তিন ফরম্যাটেই দেখা যাবে দেশের জার্সিতে।
তবে মুস্তাফিজ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ফলে কেবল টেস্ট চলাকালেই তাকে দেখা যাবে আইপিএলের আসরে। চেন্নাই সুপার কিংসের শঙ্কা তাই একেবারেই অমূলক নয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- ২০২৫ একাদশ শ্রেণি ভর্তি: কোন কলেজে কত জিপিএ লাগবে জানুন
- কলেজ ভর্তি ২০২৫ কবে শুরু? আবেদন ও ভর্তি ফি জানুন বিস্তারিত
- ২০২৫ কলেজ ভর্তি: আবেদন ফি, যোগ্যতা, ভর্তি ফি ও ভর্তি নিয়ম-জানুন সব
- এসএসসি ২০২৫ পাসের পর কোন কলেজে কত জিপিএতে ভর্তি নেওয়া হবে?
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, টাইগারদের একাদশে ৫ পরিবর্তন
- ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে আবেদন শুরু কবে, জানা যাবে আজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- কলেজ ভর্তি ২০২৫: বিভাগভিত্তিক সেরা কলেজ তালিকা জেনে নিন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি: দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ, দেখুন ফলাফল
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৪ জুলাই)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: শেষ টি-টোয়েন্টিতে টাইগার একাদশে দুই পরিবর্তন
- ৬৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- ১৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন: কার আয় বেড়েছে, কার লোকসান