ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক নিয়ে উচ্ছ্বসিত শরিফুল, যার সাথে উপভোগ করলেন সেই খুশি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জানুয়ারি ১৯ ২০:৩৯:৪৬
ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক নিয়ে উচ্ছ্বসিত শরিফুল, যার সাথে উপভোগ করলেন সেই খুশি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন ঢাকার গ্রেট পেসার শরিফুল ইসলাম। যেকোনো ধরনের ক্রিকেটে এটি এই বাঁহাতি পেসারের প্রথম হ্যাটট্রিক। মাঠে উপস্থিত পরিবারের সামনে এমন অর্জনে উচ্ছ্বসিত তিনি।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিপিএলের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা। ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে দারুণ শুরু করে ঢাকা। ঢাকার জন্য বড় অবদান রেখেছেন শরিফুল।

কুমিল্লার বিপক্ষে শরিফুল ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ইনিংসের শেষ ওভারে তিনটি উইকেটই নেন তিনি। শেষ ৩ বলে হ্যাটট্রিক পূর্ণ করেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল আংকান। ম্যাচ শেষে জয়ী দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন শরিফুল। জীবনের প্রথম হ্যাটট্রিকের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো অনুভূতি, বিশেষ করে আমার পরিবার আজ প্রথম খেলা দেখতে মাঠে এসেছিল এবং আমি সেদিন হ্যাটট্রিক করেছিলাম। এটা ভালো লাগছে. হ্যাটট্রিকের চিন্তা মাথায় ছিল না। আমি ভেবেছিলাম আমার হাতে এখনও তিনটি বল আছে। আমি ভালোভাবে ফিরে আসতে পারব।' হ্যাটট্রিকের ওভারের প্রথম দুই বলেই ছক্কা হাঁকান শরিফুল। এরপর দলের সিনিয়ররা এসে তাকে পরামর্শ দেন। সেই পরামর্শে কী ছিল তাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, 'দুই ছক্কা মারার পর তাসকিন ভাই, মোসাদ্দেক ভাই একই কথা বলেছেন, গতির পরিবর্তনটা হয়তো ভালো হবে। কারণ উইকেটে একটু ভিন্ন বাউন্স আছে।' ব্যাটিং শুরু করেছিল ঢাকা। এই ইনিংস নিয়ে দলের পরিকল্পনা সম্পর্কে শরিফুল বলেন, 'আমরা যখন ড্রেসিংরুমে গিয়েছিলাম, সবাই বিশ্বাস করেছিল আমরা ম্যাচ জিতব। লক্ষ্য আমাদের নাগালের মধ্যে। ভালো শুরু করলে আমরা জিতব ইন-শা-আল্লাহ। একজন ব্যাটসম্যানের স্বপ্ন হিসেবে আমরা এমন শুরুটা চেয়েছিলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ