মুস্তাফিজের বাজে বোলিং, লাখনৌর পিচ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন হার্শা ভোগলে

গতকাল লাখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত লাখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টস হেরে ব্যাটিং নেমে শুরুটা ভালো করতে পারেনি চেন্নাইয়ের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই সুপার কিংস।
জবাবে ব্যাট করতে ৬ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় লাখনৌ সুপার জায়ান্টস। আরও বড় ব্যবধানে হারতে পারতে চেন্নাই সুপার কিংস। কিন্তু শেষ মুস্তাফিজ ও পাথিরানার ১টি করে উইকেট নেয়াতে সেইটা আর হয়নি। এই ম্যাচে চেন্নাইয়ের প্রায় সব বোলারই বেশ খরুচে ছিলেন।
লাখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে মাত্র ১ উইকেট পেয়েছেন ফিজ। ৪২ রান দিয়েছেন তুষার দেশপান্ডে। পাথিরানা দিয়েছেন ২৯ রান ও ৩ ওভার বল করে জাদেজা দিয়েছেন ৩২ রান। এমন বোলিংয়ের পর চেন্নাইয়ের বোলারদের সমালোচনা করেছেন সাবেক অজি ক্রিকেটার ও কোচ টম মুডি।
তিনি মুস্তাফিজ-দেশপান্ডেদের খরুচে বোলিংয়ের সমালোচনা করে বলেন, 'মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছে আপনি কখনই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল।'
চলতি আসরে দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তার প্রতি এই ম্যাচে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি মনে করেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হয়ে যাওয়ার কারণেই বিপাকে পড়তে হয়েছে মুস্তাফিজদের।
ম্যাচ শেষে হার্শা বলেন, 'চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিলো। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।'
অবশ্য মুস্তাফিজের প্রচেষ্টার প্রশংসা করেছেন সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, 'আমার কাছেও ব্যাপারটা একই মনে হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিজ খুব ভালোভাবে স্লোয়ারের চেষ্টা করেছে। চেন্নাইয়ে আমরা দেখেছি এগুলো কাজে দিয়েছে। কিন্তু এখানে কাজে আসেনি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: টস শেষ, একাদশে ৩ পরিবর্তন, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে!
- ৬ নিরীক্ষা ফার্মকে নিষিদ্ধ করছে বিএসইসি! ঝুঁকিতে ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: নাসুম জোড়া আঘাত, লাইভ দেখুন এখানে
- এনবিআরের এক চিঠিতেই কাঁপল শেয়ারবাজার! আসল কারণ কী?
- বাংলাদেশের সুপার ফোর: ৬৭ রান কিংবা ১১.২ ওভারের জটিল সমীকরণ!
- পুঁজি হারাচ্ছেন? সর্বনিম্ন দামে ৫ শেয়ারে দিশেহারা বিনিয়োগকারীরা!
- কিছুক্ষণ পর আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে আলোড়ন: একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে বিএসইসির দৃষ্টান্তমূলক শাস্তি
- শেয়ারবাজারে নতুন চাল: ৩ কোম্পানির ভিন্ন গতিপথ!
- ব্যাংক এশিয়ার এমডির মাস্টারস্ট্রোক: বিনিয়োগকারীদের নজর এখন শেয়ারে!
- কিছুক্ষণ পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা
- শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার বাঁচা মরার লড়াই, জানুন ফলাফল
- শেয়ারবাজারে উল্লম্ফন! ৬ কোম্পানির শেয়ারে বাজিমাত
- আবহাওয়ার খবর: ৪ বিভাগে ভারী বর্ষণ, আপনার এলাকার বিস্তারিত পূর্বাভাস!