ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের জনপ্রিয় পেসার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৫ ১২:০৯:০৮
অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের জনপ্রিয় পেসার

অবশেষে পেশাদার ক্রিকেটের পাঠ চুকিয়ে ফেলার ঘোষণা দিলেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম। আজ (সোমবার) এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের বর্ণিল এক পথচলার সমাপ্তি ঘটল।

ফেরা হলো না জাতীয় দলে, ইতি টানলেন ঘরোয়া ক্রিকেটেও

দীর্ঘ ছয় বছর ধরে জাতীয় দলের রাডারের বাইরে ছিলেন শফিউল। মূলত ইনজুরির সঙ্গে লড়াই আর বয়সের ভার—এই দুই কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তবে লাল-সবুজ জার্সিতে অনিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটের আঙিনায় এতদিন নিয়মিত মুখ ছিলেন তিনি। আজ সেই চেনা মাঠগুলোকেও বিদায় বলে দিলেন এই ডানহাতি পেসার।

ভবিষ্যৎ ভাবনা: থাকতে চান ক্রিকেটের সঙ্গেই

খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাওয়ার ইচ্ছা নেই শফিউলের। অবসর পরবর্তী সময়ে ক্রিকেটের অন্য কোনো বিভাগে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবে ভালো কোনো সুযোগ বা প্রস্তাব পেলে আবারও তাকে ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে দেখা যেতে পারে।

পরিসংখ্যানে শফিউলের বর্ণিল যাত্রা

২০০৭ সালের মার্চে লিস্ট 'এ' ক্রিকেটের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল শফিউলের। এরপর গতির ধার আর নিয়ন্ত্রিত বোলিংয়ে নিজেকে চিনিয়েছেন আন্তর্জাতিক মঞ্চেও। ৯১টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে তার ঝুলিতে জমা পড়েছে ১০৭টি উইকেট। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি ম্যাচটিই এখন তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক স্মৃতি হয়ে রইল।

আল-মামুন/

ট্যাগ: শফিউল ইসলামের অবসর ক্রিকেটকে বিদায় বললেন শফিউল শফিউল ইসলাম ক্রিকেট ক্যারিয়ার সব ধরনের ক্রিকেট থেকে শফিউলের অবসর পেসার শফিউল ইসলামের বিদায় শফিউল ইসলামের আন্তর্জাতিক উইকেট বাংলাদেশি ক্রিকেটার শফিউলের অবসর শফিউল ইসলাম কেন ক্রিকেট ছাড়লেন শফিউল ইসলামের শেষ আন্তর্জাতিক ম্যাচ শফিউল ইসলামের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ার ৩৬ বছর বয়সে শফিউলের অবসর শফিউল ইসলাম অবসর নিউজ আজ বাংলাদেশ জাতীয় দলের পেসার শফিউল শফিউল ইসলামের ইনজুরি ও ক্রিকেট ক্যারিয়ার Shafiul Islam retirement Shafiul Islam retires from all cricket Shafiul Islam Bangladesh cricket Shafiul Islam bowling stats Shafiul Islam career summary Bangladesh pacer Shafiul retirement Shafiul Islam news today Shafiul Islam last international match Shafiul Islam international wickets Shafiul Islam retirement reason Shafiul Islam cricket retirement announcement Bangladesh fast bowler Shafiul Islam retire Shafiul Islam total wickets in career Shafiul Islam age and retirement

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ