ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

এ আঁধার খুব তাড়াতাড়ি কেটে যাবে: শেখ হাসিনা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ৩০ ২২:১৩:২২
এ আঁধার খুব তাড়াতাড়ি কেটে যাবে: শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে অস্থিরতা খুব বেশি দিন থাকবে না, দ্রুতই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। সেজন্য সবাইকে সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বাবান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ছিল শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। তিনি দেশে না থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার জন্মদিন পালন করেছে। মানুষের এই ‘অকৃত্রিম ভালোবাসা’ দেখেও আপ্লুত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাধারণ জনগনের জন্য একটি বার্তা দিয়েছেন।

দলটির এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের মানুষদের এই ভালোবাসা দেখে, তাদের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করার কথা জানিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়েছে যে, তিনি এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বাবান জানিয়েছেন। বাংলাদেশের ওপর যে অন্ধকার নেমে এসেছে তাও দ্রুত কেটে যাবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, ‘এই আঁধার অচিরেই কেটে যাবে’ এর আগে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের ওপর এবং তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিদিনি বেড়ে চলেছে।

রোববার (২৯ সেপেম্বর) রাতেও নারায়ণগঞ্জে হাসিনার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আশা হবে এবং অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে