এমবাপের হ্যাটট্রিকে ম্যান সিটিকে উড়িয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ
নিজস্ব প্রতিবেদক: কিলিয়ান এমবাপে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন, আর রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ দারুণ ছন্দে খেলে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করলো "লস ব্ল্যাঙ্কোস"। গ্রীষ্মকালীন এই সাইনিং ম্যাচজুড়ে ছিলেন তার সেরা রূপে—তিনটি আলাদা আক্রমণে নিখুঁতভাবে গোল করে বুঝিয়ে দিলেন, ইউরোপে এখনো কতটা ভয়ংকর মাদ্রিদ।
প্রথমার্ধেই দুই গোল এমবাপের
মাত্র চার মিনিটেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত পারফর্ম করা তরুণ মিডফিল্ডার রাউল আসেনসিও মাঝমাঠ থেকে দারুণ এক পাস বাড়ান এমবাপের উদ্দেশে। বল পেয়ে ফরাসি ফরোয়ার্ড অসাধারণ ভঙ্গিতে এডারসনের ওপর দিয়ে বল তুলে জালে পাঠান। এরপর আরও একটি সুযোগ পান তিনি, তবে সিটি গোলরক্ষক এডারসন দুর্দান্ত সেভ করেন।
৩৪ মিনিটে মাদ্রিদের দ্বিতীয় গোলটি আসে চমৎকার একটি টিম মুভ থেকে। জুড বেলিংহাম বল বাড়ান ভিনিসিয়ুস জুনিয়রের কাছে, যিনি সেটি রদ্রিগোর উদ্দেশে পাঠান। রদ্রিগো নিজে শট নিতে পারতেন, তবে সতীর্থ এমবাপেকে পাস দেওয়ার সিদ্ধান্ত নেন। এমবাপে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে জাল কাঁপান।
দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী রিয়াল
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ, যার নেতৃত্বে ছিলেন এমবাপে। ম্যাচের ৬১তম মিনিটে তিনি পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। ফিল ফোডেনকে পরাস্ত করে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। মাদ্রিদ এরপর আরও গোলের সুযোগ তৈরি করেছিল। ভিনিসিয়ুস জুনিয়র একবার পোস্টের বাইরে মেরে ফেলেন, আরেকটি শট এডারসন দারুণভাবে রুখে দেন। রদ্রিগো ও বেলিংহামও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন, তবে আর কোনো গোল আসেনি।
ম্যানচেস্টার সিটির হতাশাজনক পারফরম্যান্স
অন্যদিকে, ম্যানচেস্টার সিটি ছিল একেবারেই ছায়ামানবের মতো। ২০২৩ সালের ট্রেবল জয়ী দলটি যেন নিজেদের হারিয়ে ফেলেছে। এক বছর আগেও এই প্রতিপক্ষের বিপক্ষে জয় প্রায় নিশ্চিত করেছিল পেপ গার্দিওলার দল, কিন্তু এবার তারা রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি। তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও অসাধারণভাবে সিটির আক্রমণভাগকে আটকে দেন, যার ফলে সিটি কার্যত দম ফেলার সুযোগও পাচ্ছিল না।
শেষ মুহূর্তে তরুণ মিডফিল্ডার নিকো গঞ্জালেজ গোল করে সিটির জন্য ব্যবধান কমালেও, সেটি ছিল শুধুই সান্ত্বনার। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ দেখিয়ে দিল, তারা এখনো চ্যাম্পিয়নস লিগের প্রধান দাবিদার।
সজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তালিকাভুক্ত দুই কোম্পানির অস্তিত্ব টিকে থাকা নিয়ে শঙ্কায় নিরীক্ষক
- ওসমান হাদী গুলিবিদ্ধ, জানা গেল সর্বশেষ অবস্থা
- earthquake today: এবার ৬.৭ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৪১ ওভার শেষ, Live দেখুন এখানে
- আজকের সোনার দাম: (শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫)
- আজ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ লাইভ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: চরম নাটকীয়তায় শেষ হলো ম্যাচ জানুন ফলাফল
- ban u19 vs afg u19 : ৪১ ওভার শেষ, Live দেখুন এখানে
- আজকের সোনার দাম: (শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫)
- ভারতের ৪ ক্রিকেটাকে নিষিদ্ধ ঘোষণা
- আফগানিস্তান বনাম বাংলাদেশ: রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- সরকারি নমুনা মেনে নির্ভুল দলিল তৈরির ১১টি ধাপ জেনে নিন
- ২০২৬ সালের এইচএসসি সিলেবাস: পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি চিঠি