কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়কের নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আইপিএলের ২০২৪ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলের নতুন পথপ্রদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন আজিঙ্কা রাহানে। দীর্ঘ অপেক্ষার পর, যখন প্রশ্ন উঠেছিল—কোনো নতুন অধিনায়ক কলকাতার ড্রেসিংরুমে নেতৃত্ব দেবেন?—তখন সবার নজর ছিল এই মঞ্চে। কেকেআর তাদের পরবর্তী নেতৃত্বের জন্য বেছে নিয়েছে অভিজ্ঞ রাহানেকেই, আর এই সিদ্ধান্তটি ছিল একধরনের রোমাঞ্চকর পালাবদল।
কেকেআর তাদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে এই বছর রিটেইন না করায় দলটির নেতৃত্ব নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছিল। অনেকেই ভাবছিলেন, এবারের নিলামে আইয়ারকে আবার নেওয়া হতে পারে, কিন্তু কেকেআর একেবারেই ভিন্ন পথে হাঁটল। আইয়ারকে না নিয়ে তারা উচ্চমূল্যে ভেঙ্কাটেশ আইয়ারকে দলে নিয়েছিল, যিনি অনেকের দৃষ্টিতে অধিনায়কত্বের সম্ভাব্য দাবিদার ছিলেন। তবে, মঞ্চে উঠে আসে রাহানের নাম, এবং এই সিদ্ধান্ত কেকেআরের দলীয় কাঠামোকে নতুনভাবে গড়ে তুলতে সহায়ক হবে।
রাহানের জন্য এটি নতুন এক চ্যালেঞ্জ, কারণ তিনি কেবল একজন ব্যাটসম্যানই নন, বরং আইপিএলে একাধিকবার অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক হিসেবে তার নেতৃত্বের কিছু ঝলক দেখা গিয়েছিল, তারপর ২০১৮-২০১৯ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বেও তার ব্যাটের প্রতি ছিল বিপুল আস্থা। এবার, দীর্ঘদিন পর কলকাতার জার্সিতে ফিরেই তার হাতে এল নেতৃত্বের তাগিদ।
নিলামে রাহানে দলে আসেন দেড় কোটি রুপিতে, যখন প্রথম রাউন্ডে অবিক্রীত ছিলেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে কিছু প্লেয়ার একাধিকবার নিলামে উঠলে, তখন কেকেআর তাকে দলভুক্ত করে। ২০২২ সালে কেকেআরের হয়ে ৭টি ম্যাচ খেললেও রাহানে পারফরম্যান্সে খুব বেশি সাফল্য পাননি, তবে চেন্নাই সুপার কিংসে খেলাকালীন সময় তার অভিজ্ঞতা তাকে আরও নিখুঁত করেছে।
এবার, রাহানে সেই পুরনো ভূমিকা ছাড়িয়ে দলের অধিনায়ক হয়ে দলের মনোবল উজ্জীবিত করার দায়িত্ব নিচ্ছেন। তার নেতৃত্বে কেকেআরের লক্ষ্য থাকবে শিরোপার দিকে এগিয়ে যাওয়া, যেন কলকাতা নাইট রাইডার্স তাদের অতীতের ঐতিহ্য আবারও ফিরিয়ে আনতে পারে। ২২ মার্চ, ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে তার অধিনায়কত্বের নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
এই নতুন দিকপালটি কলকাতা নাইট রাইডার্সের জন্য শুধুমাত্র একটি নতুন অধ্যায় নয়, বরং এক নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে। এখন দেখার বিষয়, রাহানে তার নেতৃত্বে কেকেআরকে আইপিএলের শীর্ষে নিয়ে যেতে পারেন কি না।
করিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ কী হবে
- আজ Brazil vs Argentina ম্যাচ কী হবে, যা জানা গেল
- ওসমান হাদী গুলিবিদ্ধ, জানা গেল সর্বশেষ অবস্থা
- লাতিন-বাংলা সুপার কাপ:Brazil vs Argentina ম্যাচ নিয়ে আসলোনতুন সিদ্ধান্ত
- earthquake today: এবার ৬.৭ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?
- আজকের সোনার দাম: (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫)
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- আজকের ফজরের নামাজের শেষ সময়: (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫)
- ৪০ ফুট গর্তেও খুঁজে না পেলে শেষ যে উপায়ে খোঁজা হবে শিশু সাজিদকে
- ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন
- আজকের সোনার দাম: (শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫)
- আইপিএল মিনি নিলাম ২০২৬: নতুন দলে মুস্তাফিজ?
- আজ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: চরম নাটকীয়তায় শেষ হলো ম্যাচ জানুন ফলাফল
- দীর্ঘ ৩৩ ঘণ্টা পর শিশু সাজিদ উদ্ধার